<p>সচিবালয়ে আগুন এবং আওয়ামী দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।  </p> <p>বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে কুমিল্লা নগরের ঈদগাহ মাঠ থেকে শুরু পূবালী চত্বর মোড়ে এসে মিছিলটি শেষ হয়। </p> <p>মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা শাখার সদস্যসচিব রুবেল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলার আহ্বায়ক মোহাম্মদ সাকির হোসাইন। এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈমুর রহমান, মুখ্য সংগঠক আরাফ ভুইঁয়া, যুগ্ম সদস্যসচিব মো. অনিক, যুগ্ম আহ্বায়ক সাব্বির মজুমদার, যুগ্ম আহ্বায়ক কাজী নাছির প্রমুখ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘সচিবালয়ে আগুনের ঘটনার পেছনে ষড়যন্ত্র রয়েছে’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735226126-2b0ad70c561ef59541312e3c9550baf9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘সচিবালয়ে আগুনের ঘটনার পেছনে ষড়যন্ত্র রয়েছে’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/26/1461686" target="_blank"> </a></div> </div> <p>বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার আহ্বায়ক মোহাম্মদ সাকির হোসাইন বলেন, ‘সচিবালয়ে ষড়যন্ত্রমূলক আগুন লাগানো হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি। সচিবালয়ে বসে অবৈধ আদেশের মাধ্যমে আমাদের ভাইদের ওপর গুলি চালিয়েছিল। পুলিশ ভাইদের সামনে রেখে পেছন থেকে তারাই আদেশ প্রদান করত। এরাই হাসিনাকে দিনে দিনে ফ্যাসিস্ট হতে সহায়তা করেছে। সুতরাং ফ্যাসিস্ট এবং তার সহায়তাকারী কাউকে ছাড় দেওয়া হবে না।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জানুয়ারিতে পুরোপুরি জেঁকে বসতে পারে শীত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735227115-f7d6a906778715c935f920f361fd7398.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জানুয়ারিতে পুরোপুরি জেঁকে বসতে পারে শীত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/26/1461693" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। ছাত্র-জনতা যখন আবার জেগে উঠেছে, তাদের আবারও দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। আগামী ৫ দিনের মধ্যে সচিবালয় থেকে দোসরদের বিতাড়িত না করলে ৫ আগস্টের ন্যায় আবারও সচিবালয়ে ঘেরাও করা হবে। সেটা হবে দ্বিতীয় বিপ্লব। ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় বিপ্লবের জন্য প্রস্তুত এবং আমরা তাতে সফল হবোই হবো।’</p>