<p>একজন অভিষিক্ত খেলোয়াড়কে ধাক্কা মেরে এখন বেশ সমালোচিত বিরাট কোহলি। ভারতীয় কিংবদন্তির এমনটা করা উচিত হয়নি বলে অভিমত দিচ্ছেন সাবেক ক্রিকেটাররাসহ ক্রিকেট বোদ্ধারা। স্যাম কনস্টাসকে ধাক্কা দেওয়ার সময় গুঞ্জন উঠেছিল বড় রকমের শাস্তি পেতে যাচ্ছেন তিনি।</p> <p>এতটাই যে ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার শঙ্কা থেকেই বলেছিলেন, ‘আশা করি, যা হয়েছে তার জন্য কোহলি নিষিদ্ধ না হয়।’ গাভাস্কারের সেই শঙ্কা মেলবোর্ন টেস্টের প্রথম দিন শেষে দূরও হয়েছে। অপরাধের শাস্তি হিসেবে কোহলিকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানার সঙ্গে ১ ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি।</p> <p>কোহলি আইসিসির আচরণবিধি ভঙ্গের শাস্তি পাওয়ায় ঘটনাটি শেষ হওয়ার কথা। কিন্তু তা নয়, শাস্তি নিয়েই এখন আলোচনা-সমালোচনা তুঙ্গে। অল্পতেই ভারতীয় ব্যাটার বেঁচে গেছেন বলে মনে করছেন অনেকে। আবার অনেকে এক কাঠি সরেস হয়ে বলেছেন এটা শাস্তিই হয়নি।</p> <p>কোহলির শাস্তি নিয়ে চ্যানেল সেভেনকে রিকি পন্টিং বলেছেন, ‘ব্যক্তিগতভাবে, আমি মনে করি না শাস্তিটা কড়া হয়েছে। জানি আগেও এমন ঘটনা ঘটেছে, সাধারণত তার শাস্তি হিসেবে ম্যাচ ফির ১৫ থেকে ২৫ শতাংশ জরিমানা করা হয়। তবে গতকালের (প্রথম দিন) ঘটনার বিশালতার দিকে তাকাতে হবে আমাদের। এটি সম্ভবত বছরের এ দিনে সবচেয়ে বেশি লোক ক্রিকেট ম্যাচ। চিন্তা করুন তো, গ্রেড ম্যাচে এমন কিছু ঘটলে কী হতো? আমার মনে হয় লোকে এখন ভাববে, ব্যাপারটা খুব স্বাভাবিক।’</p> <p>ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ভন বলেছেন, ‘আমার মতে, বিরাট খুব ভাগ্যবান। যে ঘটনাটি ঘটেছে, ব্যক্তি হিসেবে তার জন্য মোটেও ভালো ছিল না। অ্যাডিলেডে মোহাম্মদ সিরাজ যে শাস্তি পেয়েছে, একই শাস্তি দেওয়া হয়েছে তাকেও। তাই মনে করি, সে আসলে ছাড় পেয়েছে।’</p> <p>ভনের সুরেই কথা বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার, কোচ ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রীও। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, বড় শাস্তি থেকে বেঁচে গেছেন কোহলি। সে যখন ঘটনাটি পেছন ফিরে দেখবে, তার মনে হবে সে যে শাস্তিটা পেয়েছে, সে জন্য ভাগ্যবান।’</p> <p>ঘটনাটা এমসিজি টেস্টের দশম ওভারের। মোহাম্মদ সিরাজের ওভার শেষে হেঁটে যাওয়ার সময় কনস্টাসকে উল্টো দিক থেকে এগিয়ে এসে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন কোহলি। পরে দুজনের মধ্যে কিছুটা কথা-কাটাকাটি হয়। পরে অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজা ও আম্পায়াররা এসে মিটমাট করেন।</p>