<p style="text-align:justify">সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মাঠগুলো সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে। দিগন্তজুড়ে ছড়িয়ে থাকা সরিষা ফুলের মাঠ যেন নরম রোদ, মাটির গন্ধ এবং ঝলমলে হলুদ ফুলে আবিষ্ট এক অপূর্ব দৃশ্যের জন্ম দিয়েছে। বেশিরভাগ জমিতে সরিষার ফুল ফুটেছে, আর কিছু দিনের মধ্যেই সরিষার ফল ধরা শুরু হবে।</p> <p style="text-align:justify">উপজেলার পশ্চিমাঞ্চলের কয়ড়া, মোহনপুর, বড়পঙ্গাশী, উধুনিয়া, বাঙ্গালা এবং পূর্ণিমাগাঁতী ইউনিয়নের মাঠে উচ্চফলনশীল সরিষা চাষ হয়েছে। কৃষকরা সরিষার ফলন বাড়াতে ভিটামিন জাতীয় ওষুধ স্প্রে করছেন।</p> <p style="text-align:justify">উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, সিরাজগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বেশি জমিতে সরিষা আবাদ হয় এই উপজেলায়। এ বছর উপজেলায় ২৪,৫৭১ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় ৯৭১ হেক্টর বেশি।</p> <p style="text-align:justify">কয়ড়া ইউনিয়নের মানিকদিয়ার গ্রামের কৃষক আব্দুস সামাদ জানান, তিনি এবার ৪ বিঘা জমিতে সরিষা আবাদ করেছেন। তার মতে, গাছের অবস্থা ভালো এবং আবহাওয়া অনুকূল থাকলে সরিষার ফলনও ভালো হবে বলে তিনি আশা করছেন।</p> <p style="text-align:justify">পূর্ণিমাগাঁতী ইউনিয়নের খোসালপুর গ্রামের কৃষক তায়জাল প্রামাণিক জানান, তিনি তার ৩ বিঘা জমিতে সরিষার আবাদ করেছেন এবং প্রতি বিঘায় ৬ মণ সরিষা ফলনের আশা করছেন। সরিষার চাষে উপজেলা কৃষি অফিস থেকে তিনি ১ কেজি বীজ, ১০ কেজি ফসফেট সার এবং ১০ কেজি পটাশ সার পেয়েছেন।</p> <p style="text-align:justify">উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াছমিন সুমী জানান, গত অর্থবছরে উল্লাপাড়ায় ২৩,৬০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল, আর এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ২৪,৫৭১ হেক্টরে। প্রণোদনা কর্মসূচির মাধ্যমে প্রায় ১৫ হাজার কৃষককে বীজ ও সার দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রকল্পের আওতায় প্রদর্শনী ও সাপোর্ট কার্যক্রমের মাধ্যমে কৃষকদের আধুনিক জাতের সরিষা চাষে উদ্বুদ্ধ করা হয়েছে।</p> <p style="text-align:justify">তিনি আরও জানান, আমরা প্রচলিত জাতগুলোর পরিবর্তে আধুনিক জাতগুলো মাঠপর্যায়ে চাষে প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছি। আবহাওয়া অনুকূল থাকলে এ বছর সরিষার বাম্পার ফলন আশা করা হচ্ছে।</p>