<p style="text-align:justify">স্ত্রীকে উপহার দিতে পৌরসভার বোর্ড থেকে ‘লাভ চিহ্ন’ চুরি করেন ভারতের বীরভূম জেলার সিউড়ীর এক যুবক। তবে সেটা স্ত্রীকে আর উপহার দেওয়া হয়নি। বাড়িতে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ভেঙে যায় সেটি। ঘটনা এখানেই শেষ নয়, পরদিন পুলিশের হাতে ধরা পড়েন তিনি। তবে ঘটনার বিস্তারিত জেনে অবাক পুলিশ ও পৌরসভা কর্তৃপক্ষ। তবে গল্পের শেষটা সুখকরই হয়েছে। </p> <p style="text-align:justify">ভারতীয় গণমাধ্যমের সংবাদ সূত্রে জানা গেছে, বীরভূম জেলার সিউড়ি শহরে ‘আমার সিউড়ী’ নামের একটি সাইন রয়েছে। সাইনটির মাঝে একটি ‘লাভ চিহ্ন’ ছিল। সোমবার রাতে সাইনটির লাভ চিহ্নটি চুরি হয়ে যায়। এ নিয়ে সমালোচনা হলে নড়েচড়ে বসে প্রশাসন। বুধবার গ্রেপ্তার করা হয় বাপন বাদ্যকর নামের এক যুবককে। </p> <p style="text-align:justify">গ্রেপ্তারের পর বাপন জানায়, কিছুটা মদ্যপান করে সিউড়ির রক্ষাকালীতলায় নিজের শ্বশুরবাড়িতে যাচ্ছিল সে। এ সময় লাভ চিহ্নটি দেখে তার স্ত্রীর কথা মনে পড়ে। কয়েক বছর ধরে কিছুই দিতে পারেননি তাকে। তাই স্ত্রীকে উপহার দিতে লাভ চিহ্নটি চুরি করে নেন তিনি। তবে সেটি ভালোবাসার মানুষকে দেওয়া হয়নি। ফেরার পথে মোটরসাইকেল নিয়ে পড়ে যান তিনি। ভেঙে চুরমার হয়ে যায় সেটি। </p> <p style="text-align:justify">এমন ঘটনা শুনে পুলিশ ও শহর কর্তৃপক্ষের মন গলে যায়। বাজার থেকে একগুচ্ছ গোলাপ আনা হয়। সকলের সামনে হাঁটু গেড়ে সেই গোলাপ উপহার দেন নিজের স্ত্রীকে। আর প্রতিজ্ঞা করেন কখনো চুরি না করার। এরপর পুলিশ ছেড়ে দেয় তাকে। </p>