<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চুরি যাওয়া নবজাতককে তিন দিনের মধ্যে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। গত মঙ্গলবার সুস্থ অবস্থায় নবজাতকসহ মাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। গতকাল কুর্মিটোলা জেনারেল হাসপাতালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোস্তাফিজুর রহমানের স্ত্রী বৃষ্টি আক্তার গত ১৯ ডিসেম্বর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ছেলেসন্তানের জন্ম দেন। এক নারী অন্য রোগীর স্বজনের পরিচয়ে ওই নবজাতকের মা ও তাঁর স্বজনদের কাছে আসেন। ২০ ডিসেম্বর সকালে বৃষ্টি আক্তারের সন্তানকে চুরি করে নিয়ে যান তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের প্রচেষ্টায় ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতায় গত ২৩ ডিসেম্বর রাজধানীর উত্তরখান এলাকা থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।</span></span></span></span></p>