<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/27-12-2024/2/kalerkantho-sp-1a.jpg" height="229" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/27-12-2024/2/kalerkantho-sp-2a.jpg" style="float:left" width="209" />ক্রীড়া প্রতিবেদক : মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আগের রাউন্ডে সেঞ্চুরি করেছিলেন নিগার সুলতানা ও ফারজানা হক। দ্বিতীয় রাউন্ডে এবার সেই তালিকায় নাম লেখালেন দিলারা দোলা। মধ্যাঞ্চলের বিপক্ষে পূর্বাঞ্চলের এই ওপেনার গতকাল খেলেন ১০২ রানের দারুণ এক ইনিংস। তাঁর সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩১৬ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে পূর্বাঞ্চল। আরেক ম্যাচে দক্ষিণাঞ্চলের বিপক্ষে ২৩৮ রানে অলআউট হয়েছে উত্তরাঞ্চল।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিন আরেক ওপেনার শম্পা ২ রানে আউট হলে শুরুতেই সঙ্গীহারা হন দিলারা। তবে দ্বিতীয় উইকেটে জান্নাতুল ফেরদৌসের সঙ্গে ১৫৪ রানের জুটি গড়েন তিনি। এই জুটিতেই তিন অঙ্কের দেখা পান দিলারা। তাঁর ১৩১ বলের ইনিংসটি সাজানো ছিল ১১ চার ও ২ ছক্কায়। দিলারা আউট হওয়ার পর দলীয় ১৮০ রানে ফেরেন জান্নাতুল (৬৫)। তাঁর ধীরলয়ে খেলা ১৭০ বলের ইনিংসে ১০টি চারের মার ছিল। এখান থেকে পূর্বাঞ্চলকে এগিয়ে নেন শারমিন সুপ্তা। ফর্মে থাকা এই ব্যাটার ৯৪ বলে ৬২ রানের ইনিংস খেলেন। এ ছাড়া অধিনায়ক ফাহিমা খাতুন ২৩ রান করেন। ১৩ রান নিয়ে ব্যাটিং করছেন সুরাইয়া চন্দ। মধ্যাঞ্চলের হয়ে তিনটি উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। দুটি উইকেট নিয়েছেন লতা মণ্ডল। উল্টো ছবি ছিল উত্তরাঞ্চল-মধ্যাঞ্চল ম্যাচে। ইনিংস বড় করতে পারেননি ব্যাটাররা। উত্তরাঞ্চলের বিপক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন মিষ্টি রানি। ৩ উইকেট নেন সালমা খাতুন। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২ উইকেটে ৫১ রান তুলে দিনের খেলা শেষ করেছে দক্ষিণাঞ্চল। ৩০ রান নিয়ে আজ আবার ব্যাটিং শুরু করবেন শামিমা সুলতানা।</span></span></span></span></p>