ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬

ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬

সেঞ্চুরিয়নে জিতলেই ফাইনালে প্রোটিয়ারা

  • টেস্ট সিরিজ
শেয়ার
সেঞ্চুরিয়নে জিতলেই ফাইনালে প্রোটিয়ারা

বক্সিং ডে টেস্ট বহু খেলেছে দক্ষিণ আফ্রিকা। তবে আজ, বিশেষ এই দিবসে শুরু হতে যাওয়া টেস্টটি প্রোটিয়াদের জন্য বিশেষ সুযোগও। সেঞ্চুরিয়নে পাকিস্তানকে হারাতে পারলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার। অবশ্য এই সিরিজের দুই টেস্টের একটি জিতলেই লর্ডসের টিকিট কাটা হয়ে যাবে তেম্বা বাভুমার দলের।

অবশ্য চাপে ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকা তাই নিশ্চিতভাবেই পরের টেস্টের অপেক্ষায় থাকতে চাইবে না।

পরিসংখ্যান দেখলে অবশ্য সুপারস্পোর্ট পার্কে টসের আগেই জয়ী ধরে নেওয়া যায় দক্ষিণ আফ্রিকাকে। টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটির বিপক্ষে পাকিস্তানের অতীত খুবই উদ্বেগের। গত দেড় যুগে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জেতেনি পাকিস্তান।

এশিয়ার বাইরেই তারা সর্বশেষ টেস্ট জিতেছিল ২০২১ সালে। সর্বশেষ ঘরের মাঠে বাংলাদেশের কাছে সিরিজ হারের গভীর ক্ষত তো রয়েছেই। হতোদ্যম পাকিস্তানের বিপক্ষে ফাইনালের রোমাঞ্চে বুঁদ দক্ষিণ আফ্রিকার সম্ভাবনার ব্যবধান পরিষ্কার।

কিন্তু খেলাটা ক্রিকেট, যেখানে ছন্দ বলেও একটা কথা আছে।

ওয়ানডে সিরিজে সদ্যই প্রোটিয়াদের ৩-০ ম্যাচে হারিয়েছে সফরকারীরা। পাকিস্তানি বোলারদের সামনে ধুঁকেছে স্বাগতিক দলের ব্যাটিং। বিশেষ করে ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন ও টনি ডি জোর্জির ব্যর্থতা প্রোটিয়াদের জন্য অস্বস্তিকর। গতকাল বাভুমার কণ্ঠেও তাই সেই জোর নেই, (ওয়ানডে সিরিজে হারের ধাক্কা) এটা কাটানো সহজ নাকি কঠিন, সেসব ভেবে লাভ নেই। এটা থেকে বের হওয়ার পথ আমাদের খুঁজে নিতে হবে।

সেঞ্চুরিয়নের উইকেট অবশ্য ভরসা জোগাতে পারে স্বাগতিকদের। এখানে নিয়ম করে সাফল্য পেয়েছেন পেসাররা। গত ছয় বছরে সেঞ্চুরিয়নে পেসারদের ২২৭ উইকেটের বিপরীতে স্পিনারদের শিকার মোটে ১৬টি। তাই স্বাগতিকদের পরিকল্পনাজুড়ে পেস। চার পেসার ফর্মুলায় আজ করবিন বশের মাথায় টেস্ট ক্যাপ তুলে দিচ্ছেন বাভুমা। এই তরুণকে ছায়া দেবেন কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন ও ডেন পিটারসেন। ওদিকে ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করা শাহীন শাহ আফ্রিদিকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে পাকিস্তান। প্রায় তিন বছর পর মোহাম্মদ আব্বাসকে উড়িয়ে এনেছে সফরকারীরা। ক্রিকইনফো

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

ক্রিকেট

নিউজিল্যান্ড-পাকিস্তান

তৃতীয় টি-টোয়েন্টি

সরাসরি, দুপুর ১২টা ১৫ মিনিট

টেন ৫

ফুটবল

প্রিমিয়ার লিগ

আর্সেনাল-লিভারপুল

হাইলাইটস, দুপুর ১২টা, টেন ২

ফুলহাম-ম্যানচেস্টার ইউনাইটেড

হাইলাইটস, বিকেল ৩টা, টেন ১

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

ডিপিএল

মোহামেডান-ধানমণ্ডি স্পোর্টস ক্লাব

সরাসরি, সকাল ৯টা

প্রাসঙ্গিক
মন্তব্য

আজ নামছেন জহির

শেয়ার
আজ নামছেন জহির

ক্রীড়া প্রতিবেদক : চীনের নানজিংয়ে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে আজ ট্র্যাকে নামছেন জহির রায়হান। আসরে ৪০০ মিটার স্প্রিন্টে অংশ নিচ্ছেন তিনি। শুরুতে অংশ নেবেন হিটে।

গত বছর এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে এই ইভেন্টে রুপা জিতেছিলেন জহির।

তবে বিশ্বচ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। হিট পার হয়ে সেমিফাইনালে ওঠাটাই জহিরের প্রথম পরীক্ষা। ৩ নম্বর হিটে হন্ডুরাস, ব্রাজিল, বাহামা, জাপান ও হাঙ্গেরির স্প্রিন্টারের বিপক্ষে দৌড়াবেন তিনি। জহির ইরানে এশিয়ান ইনডোরে রুপা জিতেছিলেন ৪৮.১০ সেকেন্ড টাইমিং নিয়ে।
প্রতি হিটের সেরা দুজন ও টাইমিংয়ের দিক দিয়ে পরের সেরা আরো দুজনসহ মোট ১২ জন উঠবেন সেমিফাইনালে। বিকেলের সেশনেই হবে সেমিফাইনাল।

মন্তব্য

হকিতে ফাইনালে ওঠার লড়াই

শেয়ার
হকিতে ফাইনালে ওঠার লড়াই

ক্রীড়া প্রতিবেদক : মেয়েদের ডেভেলপমেন্ট হকির দুটি সেমিফাইনাল আজ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে যশোরের মুখোমুখি হবে কিশোরগঞ্জ। একই সময় কুর্মিটোলার বিমানবাহিনী মাঠে বিকেএসপির মুখোমুখি হবে রাজশাহী।

গ্রুপে পাঁচ খেলার সব কটিতে জিতে নয় শুধু, প্রতিপক্ষদের গোলবন্যায় ভাসিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বিকেএসপি।

স্বাভাবিকভাবেই তাদের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে রাজশাহী। গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে চট্টগ্রামকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের রানার্স আপ দল হিসেবে শেষ চারে উঠেছে দলটি। চার খেলায় ৭ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে যশোর।
চ্যাম্পিয়ন হয়ে দলটি বিকেএসপিকে এড়িয়েছে বলাই যায়। গ্রুপে বিকেএসপির পর ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয় কিশোরগঞ্জ। ৯ পয়েন্ট ছিল অবশ্য ঠাকুরগাঁও, ঝিনাইদহেরও। গোল ব্যবধানে তাদের পেছনে ফেলে যশোরের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে তারা।

এই কিশোরগঞ্জকেও গ্রুপে মুখোমুখি দেখায় ১৫ গোল দিয়েছে বিকেএসপি। টুর্নামেন্টে ফেভারিট তারাই।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ