<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তারাকান্দা উপজেলার জামিয়া হোসাইনিয়া মদিনাতুল উলুম মাদরাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের বসার জন্য মাদুর উপহার দেওয়া হয়েছে। গাইবান্ধায় জৈব সারের ব্যবহারে তরুণ কৃষকদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="বসুন্ধরা " height="41" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/26-12-2024/mk/kk-NEW-2-2024-12-27-18a.jpg" style="float:left" width="300" />ময়মনসিংহ : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শুভসংঘের উদ্যোগে তারাকান্দা উপজেলার জামিয়া হোসাইনিয়া মদিনাতুল উলুম মাদরাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের বসার জন্য মাদুর উপহার দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা এতিমখানার শিক্ষার্থীদের বসার জন্য ৬০০ বর্গফুটের মাদুর পৌঁছে দিয়েছেন। শুভসংঘের উপহার পেয়ে খুব খুশি শিক্ষার্থীরা। মাদরাসার শিক্ষক মুফতি হাবিবুর রহমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শীতের সময় শিক্ষার্থীদের বসার ভালো কোনো ব্যবস্থা ছিল না। প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেও মেঝেতে বসতে হতো। বসুন্ধরা শুভসংঘের সদস্যরা জানার পর  শিক্ষার্থীদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন, সে জন্য মাদরাসার ছাত্র-শিক্ষক সবাই আনন্দিত। যাদের উদ্যোগে ছাত্রদের বসার ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য দোয়া করি। মহান আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দান করেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা শুভসংঘ তারাকান্দা উপজেলা শাখার সভাপতি আবু সায়েম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জামিয়া হোসাইনিয়া মদিনাতুল উলুম মাদরাসা ও এতিমখানায় শীতের মৌসুমে ছাত্রদের পাশে থাকতে পেরে আমরাও উচ্ছ্বসিত। সামাজিক ও মানবিক কাজে বসুন্ধরা শুভসংঘ অনেক দূর এগিয়ে যাবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ তারাকান্দা উপজেলা শাখার সদস্য রাফি তালুকদার, নিহাল, দুর্জয় ও পিয়াস।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাইবান্ধা : </span></span></strong><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাসায়নিক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সারের যথেচ্ছ ব্যবহারে জমির উর্বরা শক্তি ক্রমে কমতে শুরু করে। সেই সঙ্গে উৎপাদিত ফসল মানুষের নানা শারীরিক জটিলতা বাড়িয়ে দেয়। তরুণ কৃষকরা সচেতন হলে জৈব সার ব্যবহারে কমবে বাড়তি অর্থ ব্যয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তরুণ কৃষকদের উদ্বুদ্ধকরণ সভায় এসব কথা বলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাশিদুল কবীর। গতকাল উপজেলার তারাপুর ইউনিয়নের গ্রামীণ জনপদের একটি আবাদি জমিতে এই সভা আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা শুভসংঘ সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি নূর ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বক্তব্য দেন স্থানীয় কৃষক মফিজল ইসলাম, শুভসংঘের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আকাশ, সিনিয়র সহসভাপতি কামরুল ইসলাম কানন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. রুবেল মিয়া প্রমুখ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কৃষি কর্মকর্তা রাশিদুল কবীর তরুণ কৃষকদের উদ্দেশে বলেন, শুধু মূল্য বা উর্বরা শক্তি কমিয়ে দেওয়াই নয়, প্রয়োজনের সময় অনেক সার হাতের নাগালে পান না কৃষকরা। পাশাপাশি প্রয়োজনীয় উপাদানহীন ভেজাল রাসায়নিক বিক্রি করে কিছু অসাধু ব্যবসায়ী। যার ফলে কাঙ্ক্ষিত ফসল থেকে বঞ্চিত হন কৃষক। অথচ কেঁচো কম্পোস্ট, খামারজাত গোবর সার, ট্রাইকো ডারমা ধরনের সার কৃষকরা নিজ উদ্যোগে তৈরি করতে পারেন।</span></span></span></span></p> <p> </p>