<p>দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনাকে কয়েক দিনের মধ্যেই সাজানো মামলায় গ্রেপ্তার করা হতে পারে। গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে আশঙ্কাটির কথা জানান আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। গতকাল দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেও একই উদ্বেগ প্রকাশ করেন তিনি। কেজরিওয়ালের দাবি, দিল্লির মুখ্যমন্ত্রীর প্রকল্প মহিলা সম্মান যোজনা এবং সঞ্জীবনী যোজনাকে অনেকেই ভালো চোখে দেখছে না। বর্তমান পরিস্থিতিতে দলের প্রথম সারির কয়েকজন নেতার বাড়িতে তদন্তকারী সংস্থা অভিযানে যেতে পারে। এরপর কয়েক দিনের মধ্যে সাজানো কোনো মামলায় গ্রেপ্তার হতে পারেন আতিশী। কেজরিওয়ালের অভিযোগের তীর বিজেপির দিকে। দিল্লি সরকার ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’র আওতায় ১৮ বছরের বেশি বয়সী নারীদের মাসে দুই হাজার ১০০ রুপি ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি কর্মী বা কোনো রাজনৈতিক পদাধিকারী ছাড়া সব নারী এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানানো হয়। সে অনুযায়ী রেজিস্ট্রেশনও শুরু হয়।   অন্যদিকে দিল্লি সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে, এই প্রকল্পের বিষয়ে কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি। যেহেতু এখন পর্যন্ত এ ধরনের কোনো প্রকল্প নেই, তাই আবেদনপত্র জমা নেওয়ারও প্রশ্ন নেই। সূত্র : আনন্দবাজার</p> <p> </p>