<p style="text-align:justify">সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে চুন-বালু মেশানো পানি খাইয়ে হত্যার ঘটনায় মো. নুরুল ইসলাম ওরফে মুছা (৫১) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর। উপজেলার রাধানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।</p> <p style="text-align:justify">মুছা উপজেলার ইসলামপুর দুবাগ গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে এবং উপজেলার মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।</p> <p style="text-align:justify">বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার মো. তোফায়েল। তিনি বলেন, ‘এ ঘটনায় মুছা মিয়া নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে চুনা ও বালু মিশ্রিত পানি খাওয়ানো হয়েছে কি না তার জন্য নিহতের পেট পরীক্ষার রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।’</p> <p style="text-align:justify">ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এখনো মামলা হয়নি। দাফন শেষে পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে।’</p>