<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ড তদন্তে গঠিত কমিশনের প্রধান এ এল এম ফজলুর রহমান বলেছেন, কোনো ধরনের প্রভাব ছাড়া নিরপেক্ষভাবে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত করা হবে। এ ঘটনার সঙ্গে জড়িত দেশি-বিদেশি ষড়যন্ত্রকে চিহ্নিত করে তা জাতির সামনে তুলে ধরা হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পিলখানার ভেতরে কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কমিশনপ্রধান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তদন্তে আমরা কারো বা কোনো কিছুর দ্বারা প্রভাবিত হব না। যেহেতু এটি একটি জাতীয় সমস্যা। অল্প সময়ে এত নিহতের ঘটনা হাজার বছরে ঘটেনি। এই ঘটনার পর যাঁরা নির্যাতিত বা বঞ্চিত হয়েছেন, তাঁদের বিষয়টিও আমরা নজরে নেব। কাজ শেষে যেন কোনো প্রশ্ন না উঠতে পারে সে বিষয়ে সজাগ থাকব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এটি একটি ভিন্ন রকম কমিশন জানিয়ে বিডিআরের (বর্তমানে বিজিবি) সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এখানে দেশি-বিদেশি ষড়যন্ত্রকে চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে আমরা কোনো দেশকে শনাক্ত করতে চাই না। নিরপেক্ষ ও নির্মোহভাবে কাজ করতে চাই। সেটা করতে গিয়ে দালিলিক প্রমাণের ভিত্তিতে দায়ীদের বিষয়ে মতামত দেব। দেশের যাঁরা আছেন, তাঁরা এই কমিশনের জিজ্ঞাসার সম্মুখীন হবেন। যাঁরা দেশ ছেড়ে পালিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাঁদের সঙ্গে যোগাযোগ করব। এর পরও না হলে অভিযুক্তদের বক্তব্য নিতে ওই দেশে প্রতিনিধিদল পাঠানো হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এই হত্যাকাণ্ডের তদন্তে বিজিবির সাবেক এক মহাপরিচালকের বিষয়ে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তদন্ত ও দেশের স্বার্থে তাঁকে দেশে রাখতে হলে আমরা সেই সিদ্ধান্ত নেব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিচার প্রক্রিয়ার বিষয়ে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ জন্য আমরা চারজন দেশি-বিদেশি আইন বিশেষজ্ঞকে সম্পৃক্ত করেছি। বিদেশি শক্তিকে শনাক্ত করার কারণে বিষয়টি আন্তর্জাতিক হয়ে গেছে। তবে দেশের ক্ষেত্রে আমাদের বাংলাদেশের একজন সিভিল আইন বিশেষজ্ঞ এবং সামরিক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ পেলে ভালো হয়। এ বিষয়ে আবেদন জানাব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফজলুর রহমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিটি বৈঠক শেষে আমরা দেশবাসীকে বিষয়গুলো জানাব। কাউকে অন্ধকারে রেখে কাজ করতে চাই না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কিভাবে কাজ করব, এ বিষয়ে প্রথম বৈঠকে আলোচনা হয়েছে। আমরা কিছু বাড়তি বিষয় চেয়েছি। এর মধ্যে আমরা ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা, পরিবহন সুবিধা, সাচিবিক সুবিধা ও অফিস চেয়েছি। কমিশন সভাপতিকে দেশি-বিদেশি মানুষের সঙ্গে আলোচনা করার স্বার্থে উপদেষ্টা পদমর্যাদা হতে হবে। পাশাপাশি কমিশনের অন্য সদস্যদের বিচারকের সমান মর্যাদা চেয়েছি। কাজ চালানোর জন্য ৫ রাইফেল ব্যাটালিয়নের একটি অফিস দেওয়া হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>