বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ও চক্রান্ত থেমে নেই। সে ব্যাপারে সজাগ থাকতে হবে। ষড়যন্ত্র মোকাবেলায় ভেদাভেদ ভুলে সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করেছি, চূড়ান্ত বিজয় হবে আমাদের।
সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করতে হবে।’ গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের মেহেদীবাগে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ানের দলীয় স্থগিতাদেশ প্রত্যাহারের পর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে তিনি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন।
তিনি বলেন, রাষ্ট্র মেরামতে সংস্কার প্রয়োজন, তবে তা হতে হবে সংসদে।
জনগণের আস্থা, সমর্থন ও মেন্ডেট নিয়ে। জনগণের নির্বাচিত সংসদ সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে।