<p>দুজনই অভিনয় অঙ্গনের মানুষ। একজন অভিনয় করেন দেশে বিদেশী নানা ধরণের চলচ্চিত্র ও ওটিটি কনটেন্টে। আরেকজন দেশের নাটক ও ওটিটি কনটেন্টে। পাশাপাশি করেন শিক্ষকতা। তবে একসঙ্গে তাদের সিনেমা করা হয়নি আগে। এবার আগ্রহ জানিয়ে পোস্ট দিলেন অভিনেতা ও শিক্ষক মনোজ প্রামানিক।</p> <p>গতকাল ছিল দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের অভিনীত নতুন ছবি নকশী কাঁথার জমিন, এর প্রিমিয়ার। সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা মনোজ প্রামাণিক। ছবিটি শেষ করে তিনি নিজের ফেসবুক পেজে একটা পোস্ট দেন। সেখানে সিনেমার দেখার অভিব্যাক্তি জানানোর পাশাপাশি আগ্রহ নিয়ে লেখেন তিনি এই তারকার সঙ্গে অভিনয় করতে চান।</p> <p>তিনি লেখেন, জয়া আহসানের সাথে একটা সিনেমায় অভিনয় করতে চাই। দারুন আরেকটা সিনেমা দেখলাম আজ। আকরাম খানের 'নকশী কাঁথার জমিন'। একটি পরিবার, একটি দেশ, একটি ইতিহাস, একটি গল্প। অভিনয়ে যাঁরা আছেন তাদেরকে ছবিতে দেখেই বুঝতে পারছেন। প্রথম মূহুর্ত থেকেই মন কেড়ে নিয়েছেন তারা। একবারও অন্য দিকে যায় না মনোযোগ। কী সাবলীল পরিচালক আকরাম খানের গল্প বলার ধরণ। কোনো তাড়া নেই কিন্তু গল্প এগিয়ে চলছে। বরকত হোসেন পলাশের এর নিখুঁত দৃশ্য ধারণে মুগ্ধ হলাম আবারো। প্রতিটি শট যেমন সুন্দর তেমনি গল্প বলে নিপুণভাবে। টীমকে শুভকামনা। চলেন সবাই মিলে দেখি সিনেমাটা।’</p> <p>জয়া অভিনীত নকশী কাঁথার জমিন মুক্তি পাবে আগামীকাল। বছরের শেষ সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে এটি। প্রায় নয় মাস আগে এসেছিল তার সবশেষ সিনেমা।</p> <p> </p>