<p>চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমি ও পূর্ব বিরোধের জেরে আহমেদ শরীফ (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২২ ডিসেম্বর) জামজামি ইউনিয়নের রামদিয়া গ্রামের মাঝেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। </p> <p>শরীফ রামদিয়া গ্রামের মৃত বিশারত আলীর ছেলে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। তারা হলেন একই এলাকার ইদ্রিস আলীর ছেলে আব্দুল আলিম (৪০), সেলিম (৫৫) ও সেলিমের ছেলে সোয়েব (৩৩)।</p> <p>স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, প্রতিপক্ষ আনসার জোয়ার্দ্দার গংয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি বিরোধ ছিল। নিহত ও আহতরা সবাই আওয়ামী লীগের কর্মী ছিলেন। ৫ আগস্ট সরকার পতনের পর আত্মীয়ের বাড়িতে অবস্থান করতেন। রবিবার সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজন শরীফ ও তার আত্মীয়দের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আনসার গংয়ের লোকজন শরীফকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। </p> <p>তারা আরো জানায়, এতে আরো তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।</p>