<p>যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।</p> <p>রবিবার (২২ ডিসেম্বর) সকালে দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম প্রথম আলোকে তথ্য নিশ্চিত করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হাসিনা-রেহানার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/18/1734465860-f6680fd77f76ed69b30853f18cc48b1b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হাসিনা-রেহানার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/print-edition/first-page/2024/12/18/1458621" target="_blank"> </a></div> </div> <p>আখতারুল ইসলাম বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর ছেলের বিরুদ্ধে বিদেশে টাকা পাচারের বিষয়টি অনুসন্ধান শুরু হয়েছে।</p> <p>এর আগে ৯ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব আহমেদ ওয়াজেদ ও মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৮ ডিসেম্বর থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধানে কাজ শুরু হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ক্ষুব্ধ প্রশাসন ক্যাডার, খুশি অন্যরা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/18/1734465767-8ee8a6c55d72f2fa4fa313ad18103e12.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ক্ষুব্ধ প্রশাসন ক্যাডার, খুশি অন্যরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/print-edition/first-page/2024/12/18/1458617" target="_blank"> </a></div> </div> <p>দুদক সূত্র জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্প, বেপজাসহ ৯টি প্রকল্পে এসব অনিয়ম-দুর্নীতি হয়েছে।<br />  </p>