<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শেখ হাসিনা নিজ হাতে তাঁর বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, শেখ হাসিনা তাঁর বাবাকে এমন মারা মেরেছেন যে মসজিদে তাঁর জন্য দোয়া করবে এমন লোকও খুঁজে পাওয়া যাচ্ছে না। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার ময়মনসিংহের হালুয়াঘাট ডিএস আলিম মাদরাসা প্রাঙ্গণে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই বিএনপি নেতা এসব কথা বলেন। উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেল এই ক্যাম্পের আয়োজন করেন। শেখ মুজিবুর রহমান বড়, না জিয়াউর রহমান বড় এটা নিয়ে তাঁদের অপমান করার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন সাবেক এই মন্ত্রী।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গয়েশ্বর চন্দ্র রায় বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামী লীগ তাদের নেতার প্রতি অকৃতজ্ঞ। তাই তাদের ঝাঁকে ঝাঁকে দেশ থেকে পালাতে হয়েছে। আমি ভারত সরকারকে বলব, আপনারা তো এত দিন দেশ চালিয়েছেন, এইবার তাদের ফেরত দেন। হালুয়াঘাট বর্ডার দিয়ে ফেরত দেন আমরা রিসিভ করব। আমরা কথা দিলাম, আপনাদের ওপর ন্যায়বিচার করব। প্রচলিত যে বিচার হচ্ছে, সে বিচারে একটু দাঁড়ান। আপনারা যে পরিমাণ অপরাধ করেছেন, তাতে প্রচলিত আইনে আপনাদের যত দিন জেল হবে, সেই পরিমাণ হায়াত আল্লাহ আপনাদের দেয় নাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>