<p style="text-align:justify">দেশের টেলিভিশনগুলোতে কর্মরত ১৫০ জনের বেশি সাংবাদিককে চলতি বছর চাকরিচ্যুত করা হয়েছে। ৩৫ শতাংশ টেলিভিশনে (টিভি) বেতন হয় অনিয়মিত। আর ২০ শতাংশ টিভিতে কর্মীদের বেতন দুই থেকে পাঁচ মাস পর্যন্ত বকেয়া রেখে দেওয়া হয়। দেশের ৩০টি টিভির ওপর এই জরিপ করেছে সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এক দশক পর ফিরল ‘আমার দেশ’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734847018-1acf4290eec622f9a45985428b447385.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এক দশক পর ফিরল ‘আমার দেশ’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/22/1460070" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">গতকাল শনিবার রাজধানী ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংগঠনটির পঞ্চম সম্প্রচার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জরিপের ফল তুলে ধরেন বিজেসির নির্বাহী ও সম্প্রচার সম্মেলনের যুগ্ম আহ্বায়ক শাহনাজ শারমীন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৯৬ শতাংশ মানবপাচারের মামলায় আসামি খালাস, সাজা মাত্র ৫৪টিতে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734844376-e58cb852aa9566a68eaeb92fda5f4d2f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৯৬ শতাংশ মানবপাচারের মামলায় আসামি খালাস, সাজা মাত্র ৫৪টিতে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/12/22/1460065" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">‘সংস্কার, সুরক্ষা, স্বাধীনতা’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন বিজেসির চেয়ারম্যান ও মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ রেজোয়ানুল হক। বক্তব্য দেন প্রধান অতিথি সাংবাদিক শফিক রেহমান, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, জ্যেষ্ঠ সাংবাদিক খায়রুল আনোয়ার, এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ), সম্মেলনের আহ্বায়ক ফাহিম আহমেদ প্রমুখ।</p> <p style="text-align:justify">শফিক রেহমান সাংবাদিকদের লেখালেখির স্বাধীনতার প্রসঙ্গ টেনে বলেন, স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের নিজেদের, সাংবাদিকদেরই।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ গাড়ির সংঘর্ষ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734843764-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ গাড়ির সংঘর্ষ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/22/1460064" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">কামাল আহমেদ বলেন, যেগুলো কালাকানুন, যেগুলো সংবাদপত্রের স্বাধীনতাকে ক্ষুণ্ন করে, সেগুলো বাতিলের দাবি করতে হবে। সাংবাদিকদের মত প্রকাশের অধিকার সুরক্ষা যেমন চাইতে হবে, তেমনি সাংবাদিকদের রুটিরুজির সুরক্ষাও চাইতে হবে। সাংবাদিকদের জবাবদিহির ব্যবস্থাও থাকা দরকার। জরিপে জানা গেছে, ৭৯ শতাংশ টিভির কর্মীদের স্বাস্থ্য বীমা নেই।</p> <p style="text-align:justify">আর জীবন বীমা নেই ৭২ শতাংশের। প্রায় ৭৬ শতাংশ টিভিতে প্রভিডেন্ট ফান্ড ও প্রায় ৯০ শতাংশ টিভিতে গ্র্যাচুইটি সুবিধা নেই। বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট হয় না প্রায় ৯০ শতাংশ টিভিতে। উৎসব ভাতা হয় না ৩৪ শতাংশের বেশি টিভিতে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্রায় সাড়ে তিন কোটি পারিশ্রমিকে বিপিএলে গাইবেন রাহাত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734845826-0515346cf6185add760b204dcdf563c3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্রায় সাড়ে তিন কোটি পারিশ্রমিকে বিপিএলে গাইবেন রাহাত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/22/1460068" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">জরিপের তথ্য বলছে, সম্প্রচার সাংবাদিকদের চাকরিচ্যুতির জন্য যে নোটিশ সময় দেওয়ার কথা, তাতেও ব্যত্যয় হয়। প্রায় ৪৫ শতাংশ টিভিতে তা দেওয়া হয় না। আর চাকরিচ্যুতি করা হলেও ৪৮ শতাংশের বেশি টিভিতে চাকরিচ্যুতির সুবিধা দেওয়া হয় না। প্রায় ৪৯ শতাংশ দিলেও নিজস্ব নিয়মে দেয়। ৩ শতাংশ আংশিক দেয়।</p>