<p>গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন বলেছেন, ‘র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। এত ভয়াবহ ঘটনার পর র‌্যাবকে সমাজে রাখা ঠিক হবে না। এরা জনগণের সেবা করতে পারে না।’ </p> <p>শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজশাহী নগরের পদ্মাপারে লালনশাহ মুক্তমঞ্চে গুমের বিরুদ্ধে একটি গণজমায়েতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চলতি মাসের শেষ সপ্তাহে শৈত্যপ্রবাহের সম্ভাবনা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/21/1734795727-8f34ebe11c72811d7b2236ab9ac48b31.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চলতি মাসের শেষ সপ্তাহে শৈত্যপ্রবাহের সম্ভাবনা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/21/1459873" target="_blank"> </a></div> </div> <p>নূর খান বলেন, পুলিশের কাজ পুলিশকে দিয়ে করানো উচিত, পুলিশের মধ্যে সেনাবাহিনীর অংশগ্রহণ নতুন করে সমস্যা তৈরি করে।</p> <p>গণজমায়েতে উপস্থিত ছিলেন গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য সাজ্জাদুর রহমান ও নাবিলা ইদ্রিস।<br /> পরে গণজমায়েতে গুম, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতনের ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। তারা এসব ঘটনার তদন্ত ও বিচার দাবি করেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ডেঙ্গুতে আক্রান্ত রোগী লাখ ছাড়াল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/21/1734794290-fcf4892f8de77e5f8fbe4761f3b12cf9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ডেঙ্গুতে আক্রান্ত রোগী লাখ ছাড়াল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/21/1459870" target="_blank"> </a></div> </div> <p>আরো বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ফরিদ উদ্দিন খান, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবা হাবিবা, মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম, সমন্বয়ক রিমন ইসলাম।</p>