<p><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, </span><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি নিয়ে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে। এটা মনে রাখা দরকার, শেখ হাসিনার আগেও যত দুঃশাসন হয়েছে, তারা যে ব্যবস্থার ওপর দাঁড়িয়ে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> দুঃশাসনটা কায়েম করেছে, সে ব্যবস্থা এখনো বহাল তবিয়তে আছে। এই ব্যবস্থা পরিবর্তন করা এখন প্রধান কাজ। এই ব্যবস্থা বদল করতে আমাদের পিছিয়ে গেলে হবে না, আমাদের ঐ্যক্যবদ্ধ থাকতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গতকাল শনিবার বিকেলে ময়মনসিংহ নগরের টাউন হল মুক্তমঞ্চে আয়োজিত </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কেমন বাংলাদেশ চাই</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে সাকি এসব কথা বলেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণসংহতি আন্দোলনের ময়মনসিংহ জেলা আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব এ আর এম মুসাদ্দিক আসিফ, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আব্দুর রশিদ নিলু, মনির উদ্দিন পাপ্পু, জাতীয় পরিষদের সদস্য শামছুল আলম, সম্মিলিত পেশাজীবী সমিতির আহ্বায়ক মির্জা নাজমুল হুদা, অ্যাডভোকেট অমিত হাসান দীপু প্রমুখ। </span></span></p>