ঢাকা মাতালেন রাহাত ফতেহ আলী খান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
ঢাকা মাতালেন রাহাত ফতেহ আলী খান
রাহাত ফতেহ আলী খান

ঢাকায় এসে মঞ্চ মাতালেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। শনিবার জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ‘ইকোস অব রেভোল্যুশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয় ‘স্পিরিটস অব জুলাই’ নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে। আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত কনসার্টে সংগীতপ্রেমীদের মাঝে গান গেয়ে মঞ্চ মাতালেন সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। 

মঞ্চে উঠেই রাহাত বলেন, ‘আসসালামু আলাইকুম, বাংলাদেশ আমি তোমাকে ভালোবাসি।

’ আর্মি স্টেডিয়ামের অগণিত দর্শকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে গান ধরলেন, ‘তু না জানে আস পাস হ্যায় খুদা’। একে একে তিনি শোনান তার গাওয়া পরিচিত গানগুলো।

আরো পড়ুন
সাত মিলনায়তনের নাম পরিবর্তন, ‘অযৌক্তিক’ ভাবছেন গুণীজনেরা

সাত মিলনায়তনের নাম পরিবর্তন, ‘অযৌক্তিক’ ভাবছেন গুণীজনেরা

 
আরো পড়ুন
সেরা দশ সিনেমার তালিকা প্রকাশ করলেন ওবামা

সেরা দশ সিনেমার তালিকা প্রকাশ করলেন ওবামা

 

এরপর এক এক করে সংগীতপ্রেমীদের গান গেয়ে শোনাচ্ছেন। স্টেডিয়ামের কানায় কানায় ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

মুগ্ধ হয়ে ভক্তরা গান উপভোগ করছেন।

এর আগে বেলা ২টায় কনসার্টের দরজা খোলে‌। আগে থে‌কে আর্মি স্টে‌ডিয়া‌মের সাম‌নে সংগীতানুরাগী‌দের দীর্ঘ সা‌রি দেখা যায়। সময় বাড়ার স‌ঙ্গে স‌ঙ্গে শ্রোতা‌দের উপ‌স্থি‌তি বাড়‌তে থাকে।

বি‌কেল চারটায় আর্মি স্টে‌ডিয়া‌মে সিল‌সিলার প‌রি‌বেশনা দি‌য়ে কনসার্ট শুরু হ‌য়ে‌ছে।

যৌথভাবে এ কনসার্টের আয়োজন করেছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম ও স্কাইট্র্যাকার লিমিটেড। জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ‘ইকোস অব রেভোল্যুশন’ শিরোনামে এই চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন কসসার্টে।

মন্তব্য

সম্পর্কিত খবর

ইফতার পার্টিতে গিয়ে তোপের মুখে গায়ক শান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
ইফতার পার্টিতে গিয়ে তোপের মুখে গায়ক শান
ইফতার পার্টিতে শান (ডানে)

বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক শান। যার সুরের জাদুতে বুদ হয়ে থাকে লাখো অনুরাগী। বলতে গেলে সবসময় ভক্ত অনুরাগীদের ভালোবাসাতেই থাকতে দেখা যায় শানকে। নেই কোনো বিতর্কে।

তবে সবার প্রিয় শানকে নিয়েই এবার বাঁধল বিতর্ক। ইফতার পার্টিতে যোগ দেওয়ায় ‘কাফের’ বলে ডাকা হচ্ছে এ গায়ককে!

আরো পড়ুন
ইশরাককে মেয়র করায় ‘এমপি’ পদ দাবি করলেন হিরো আলম

ইশরাককে মেয়র করায় ‘এমপি’ পদ দাবি করলেন হিরো আলম

 

সম্প্রতি মুম্বাইয়ের খ্যাতনামা পরিবেশবিদ আসিফ ভামলার ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন শান। রমজানের শুভেচ্ছা জানিয়ে সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও দিয়েছেন গায়ক। বিশেষ করে নেটিজেনদের নজর কেড়েছে শানের সাজপোশাক।

তবে একাংশ আবার ইফতার পার্টিতে গায়ককে দেখে ক্ষেপেছেন! ‘হিন্দু হয়ে ইফতারে কেন?’, প্রশ্ন তুলে কটাক্ষ করতেও ছাড়েননি তারা।

আরো পড়ুন
কাজী হায়াতের সঙ্গে দুর্ব্যবহার শাকিব ভক্তদের; ওমর সানী বললেন, ‘দুঃখজনক’

কাজী হায়াতের সঙ্গে দুর্ব্যবহার শাকিব ভক্তদের; ওমর সানী বললেন, ‘দুঃখজনক’

 

ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, ২০০৬ সালের ‘ফানা’ সিনেমার জনপ্রিয় গান ‘চাঁদ সিফারিশ’ গাইছেন শান। গানটি মুলত তারই গাওয়া। সেই গান ধরেই আসিফ ভামলার ইফতার পার্টি মাতিয়ে দেন গায়ক।

পরনে সাদা কুর্তা-পাজামা। গলায় সবুজ উত্তরীয়। মাথায় সাদা কাশ্মীরি টুপি। হাসিমুখে সকলের সঙ্গে আলাপচারিতা সেরে অনুরাগীদের সেলফির আবদার মেটাতেও দেখা যায় শানকে। উপস্থিত ছিলেন গায়ক স্টিবেন বেনও।
শানের সেই সৌহার্দমূলক ভিডিও দেখে যখন অনুরাগীরা তৃপ্ত, তখন নেটিজেনদের একাংশ ধর্ম নিয়ে কটাক্ষ শুরু করেছেন জনপ্রিয় এ গায়ককে।

আরো পড়ুন
‘শাকিব, তুমি বিষয়টি দেখো’, কাজী হায়াতের গাড়ি আটকানো প্রসঙ্গে মারুফ

‘শাকিব, তুমি বিষয়টি দেখো’, কাজী হায়াতের গাড়ি আটকানো প্রসঙ্গে মারুফ

 

সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে বিভিন্নরকম বিদ্রুপমুলক মন্তব্য। একজন লিখেছেন, ‘কাফের’। অপরজনের মন্তব্য, ‘কোনো দিন কোনো মুসলিমকে দেখেছেন হিন্দু উৎসবে সামিল হতে?’ অন্যজন লেখেন, ‘মৌলানা শান’! অন্য আরেকটি মন্তব্যে লেখা হয়, ‘কী দরকার ছিল এসব পোশাক পরে যাওয়ার’। কারো মন্তব্য, ‘ইসলামকে কেন নিয়ে এসব উপহাস কেন! এসব গান, তাও রমজান মাসে, একটু তো লজ্জা পাও!’

বিগত কয়েক দশকের ক্যারিয়ারে একাধিক হিট গান উপহার দিয়েছেন শান। যা বর্তমান প্রজন্মের মাঝেও জনপ্রিয়। সম্প্রতি ‘সিকান্দার’ সিনেমায় ‘ব্যোম ব্যোম ভোলে’ গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। গানটি বেশ প্রশংসা কুড়িয়েছে।
 

মন্তব্য

ইশরাককে মেয়র করায় ‘এমপি’ পদ দাবি করলেন হিরো আলম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
ইশরাককে মেয়র করায় ‘এমপি’ পদ দাবি করলেন হিরো আলম
হিরো আলম ও ইশরাক হোসেন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন। সে সময় নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে ডিএসসিসির মেয়র ঘোষণা করেন।

গত বছরের ১৯ আগস্ট শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামসহ ১২টি সিটি করপোরেশনের মেয়রকে তাদের পদ থেকে অপসারণ করে সরকার।

আরো পড়ুন
‘শাকিব, তুমি বিষয়টি দেখো’, কাজী হায়াতের গাড়ি আটকানো প্রসঙ্গে মারুফ

‘শাকিব, তুমি বিষয়টি দেখো’, কাজী হায়াতের গাড়ি আটকানো প্রসঙ্গে মারুফ

 

আদেশে নৌকা প্রতীক নিয়ে ডিএসসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করা হয়। একই সাথে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন।

এদিকে, ইশরাককে ঢাকার মেয়র ঘোষণার পর নিজের আসনে এমপি পদ দাবি করলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। বৃহস্পতিবার (২৭ মার্চ) এক ফেসবুক স্ট্যাটাসে এমনটা দাবি করেন তিনি। নিজের স্ট্যাটাসে হিরো আলম লেখেন, ‘যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে। হিরো আলমের ঢাকা-১৭, বগুড়া-৪ ও ৬ আসনের এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক।

আমি তো অনেক নির্যাতিত হয়েছি।’

আরো পড়ুন
কাজী হায়াতের সঙ্গে দুর্ব্যবহার শাকিব ভক্তদের, ওমর সানী বললেন ‘দুঃখজনক’

কাজী হায়াতের সঙ্গে দুর্ব্যবহার শাকিব ভক্তদের; ওমর সানী বললেন, ‘দুঃখজনক’

 

হিরো আলমের এই স্ট্যাটাসে নেটিজেনদের সমর্থন লক্ষ করা গেছে। বেশির ভাগ নেটিজেন হিরো আলমের কথায় একমত পোষণ করেছেন। কেউ বলছেন, ‘হিরো আলমের দাবি যৌক্তিক’। কেউ কেউ বলছেন, ‘ইশরাক যদি মেয়র হয়! হিরো আলম কেন নয়?’

এর আগে দেশের আলোচিত এ কনটেন্ট ক্রিয়েটর বলেছিলেন, তিনি আর রাজনীতিতে নেই।

বিরতি নিয়েছেন। তিনি কোনো দলেও যোগদান করবেন না। নির্বাচনেও অংশ নেবেন না। মিডিয়া জগতের লোক, মিডিয়াতেই থাকতে চান হিরো আলম। তবে আজই নতুন করে এমপি পদ দাবি করে বসেন হিরো আলম।

মন্তব্য

কাজী হায়াতের সঙ্গে দুর্ব্যবহার শাকিব ভক্তদের; ওমর সানী বললেন, ‘দুঃখজনক’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
কাজী হায়াতের সঙ্গে দুর্ব্যবহার শাকিব ভক্তদের; ওমর সানী বললেন, ‘দুঃখজনক’
ওমর সানী ও কাজী হায়াৎ

ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। মঙ্গলবার (২৫ মার্চ) সেখানে সিনেমার প্রদর্শন দেখতে যান নির্মাতা ও বোর্ড সদস্য কাজী হায়াত। সিনেমা দেখে বের হওয়ার সময় গেটে তার গাড়ি আটকে রাখেন শাকিব খানের ভক্তরা। কাজী হায়াত গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে, ‘তুমি কে আমি কে, শাকিবিয়ান, শাকিবিয়ান’ বলে স্লোগান দিতে থাকে তারা।

এ সময় এই নির্মাতার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় শাকিব ভক্তদের।

এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন কাজী হায়াতপুত্র চিত্রনায়ক কাজী মারুফ। এবার বিষয়টি নিয়ে কথা বললেন চিত্রনায়ক ওমর সানী।

আরো পড়ুন
‘শাকিব, তুমি বিষয়টি দেখো’, কাজী হায়াতের গাড়ি আটকানো প্রসঙ্গে মারুফ

‘শাকিব, তুমি বিষয়টি দেখো’, কাজী হায়াতের গাড়ি আটকানো প্রসঙ্গে মারুফ

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে ওমর সানী লিখেছেন, ‘কাজী হায়াত কিংবদন্তির নাম।

যদিও তার সাথে আমার কোনো ছবি নেই। কিন্তু উনাকে শ্রদ্ধা করি। উনার সাথে যে ব্যবহারটা করা হয়েছে, এটা খুবই দুঃখজনক।’

অভিনেতা মনে করেন কাজী হায়াতের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে।

তার কথায়, ‘আমার কাছে মনে হয়েছে এটি ইনটেনশনালি করা।’

সর্বশেষে ওমর সানী লিখেছেন, ‘যা-ই হোক আমরা সম্মানের সাথে থাকি। জোর শব্দটা কারো একার নয়।’

আরো পড়ুন
‘গাড়ি-বাড়ি সম্পত্তির জন্যই অভিনয়ে এসেছিলেন?’, বর্ষাকে প্রশ্ন রেসির

‘গাড়ি-বাড়ি সম্পত্তির জন্যই অভিনয়ে এসেছিলেন?’, বর্ষাকে প্রশ্ন রেসির

 

এদিকে ওমর সানীর এ পোস্টে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নেটিজেনদের। শাকিবের পক্ষ নিয়ে যেমন অনেকে মন্তব্য করেছেন, কেউ কেউ আবার ওমর সানীর কথাতেও যুক্তি দেখেছেন।

একজন প্রবীণ নির্মাতার সঙ্গে এ ধরনের ব্যবহার মোটেও কাম্য নয় বলে জানিয়েছেন অনেকে।

আরো পড়ুন
যত দিন আয়ু লেখা আছে, তত দিনই বাঁচব : সালমান খান

যত দিন আয়ু লেখা আছে, তত দিনই বাঁচব : সালমান খান

 

‘বরবাদ’-এর আনকাট সেন্সরের দাবিতে মঙ্গলবার চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে মানববন্ধন করেন শাকিবভক্তরা। দুপুর ১২টার দিকে শাকিবিয়ানরা একসঙ্গে জড়ো হন। ব্যানার প্ল্যাকার্ড হাতে তারা দাবি তোলেন, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে আটকে থাকা ‘বরবাদ’ অনতিবিলম্বে কোনো শর্ত ছাড়াই মুক্তি দিতে হবে! সিনেমার প্রদর্শন দেখতে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে গিয়েছিলেন কাজী হায়াত। সিনেমা দেখে বের হওয়ার সময় গেটে তার গাড়ি আটকে রাখেন শাকিব খানের ভক্তরা। কাজী হায়াত গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা উত্তপ্ত বাক্যবিনিময় করে।

মন্তব্য

যত দিন আয়ু লেখা আছে, তত দিনই বাঁচব : সালমান খান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
যত দিন আয়ু লেখা আছে, তত দিনই বাঁচব : সালমান খান
লরেন্স বিষ্ণোই ও সালমান খান

বলিউড মেগাস্টার সালমান খান গত বছর থেকেই লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কারণে শান্তির ঘুম শেষ হয়ে গেছে ভাইজানের। কড়া নিরাপত্তাবলয় বেষ্টিত হয়ে সর্বত্র চলাফেরা করতে হয়। তার জীবন এখন ঘুরপাক খায় শুধু বাড়ি আর শুটিং সেটের মধ্যে।

তবে যাকে নিয়ে এত কাণ্ড, সেই সালমানের কোনো ভয়-ডর নেই। নিজের ছন্দেই আছেন সালমান। কখনো হুমকিকারীদের বিষয়ে টুঁ-শব্দ করতে দেখা যায়নি তাকে। তবে এবার প্রথমবারের মতো মুখ খুললেন অভিনেতা।
জানালেন, যত দিন আয়ু আছে, তত দিনই বাঁচবেন।

আরো পড়ুন
‘শাকিব, তুমি বিষয়টি দেখো, কাজী হায়াতের গাড়ি আটকানো প্রসঙ্গে মারুফ

‘শাকিব, তুমি বিষয়টি দেখ’, কাজী হায়াতের গাড়ি আটকানো প্রসঙ্গে মারুফ

 

সম্প্রতি নিজের আসন্ন সিনেমা সিকান্দারের প্রচারণায় হুমকি প্রসঙ্গে কথা বলেন ভাইজান। সালমানকে যখন মিডিয়া জিজ্ঞাসা করে যে লরেন্স বিষ্ণোইয়ের হুমকিতে তিনি কি ভয় পাচ্ছেন? তখন সালমান বলেন, ‘ঈশ্বর, আল্লাহ সব সমান। আমি শুধু তাকেই মানি।

মানুষের আয়ু যত দিন লেখা আছে, তত দিনই আমাদের বাঁচতে হবে। তবে কখনো কখনো এত মানুষকে সঙ্গে নিয়ে চলতে হয় যে নিজেরই বিরক্ত লেগে যায়। এটাই যা সমস্যার।’

আরো পড়ুন
‘গাড়ি-বাড়ি সম্পত্তির জন্যই অভিনয়ে এসেছিলেন?’, বর্ষাকে প্রশ্ন রেসির

‘গাড়ি-বাড়ি সম্পত্তির জন্যই অভিনয়ে এসেছিলেন?’, বর্ষাকে প্রশ্ন রেসির

 

খুনের হুমকি পাওয়ার পর থেকে বাড়ি আর সিনেমার সেটের মধ্যেই তার জীবন সীমাবদ্ধ হয়ে গিয়েছে। খুব একটা ফটোশিকারিদের ক্যামেরার সামনেও খুব একটা ধরা দেন না তিনি, এমন অভিযোগও উঠেছে।

সে কথা উল্লেখ করে ভাইজানের মন্তব্য, “সাংবাদিকদের দেখলে আমি বিন্দুমাত্র বিচলিত হই না, বরং ওরা আশপাশে না থাকলেই তখন কেমন যেন মনে হয়, আমার স্টাইলে ব্যাঘাত ঘটছে! এখন জীবনটা শুধুই গ্যালাক্সি (বাড়ি) আর শুটিংয়ের মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছে আমার। বাড়ি থেকে শুটিং, আবার সেট থেকে বাড়ি। এই চলছে।”

আরো পড়ুন
‘ব্যর্থ প্রেমিক’ বাপ্পারাজ এবার ফিরছেন নায়িকা ছাড়াই

‘ব্যর্থ প্রেমিক’ বাপ্পারাজ এবার ফিরছেন নায়িকা ছাড়াই

 

১৯৯৮ সালে রাজস্থানের কঙ্কানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং করতে গিয়ে বিতর্কে জড়ান সালমান খান। বলিউড সুপারস্টারের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে। দুই দশক আগের সেই ঘটনার পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সালমান। একাধিকবার বলিউডের ভাইজানকে খুনের হুমকি দিয়ে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।

গত বছর থেকেই সালমান খানের পেছনে ব্যাপকভাবে লেগেছে বিষ্ণোই গ্যাং। মাসখানেক আগে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানো হয়। বিদেশে সালমানের বন্ধু-গায়কের বাড়িতে হামলা, তার পর গতবছর অক্টোবর মাসে সালমান ঘনিষ্ঠ বাবা সিদ্দিকির খুন! একের পর এক ঘটনা ঘটিয়ে ভাইজানকে প্রাণনাশের হুমকি দিয়েছে বিষ্ণোই গ্যাং। যার জেরে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির পাশাপাশি সালমান খানের নিরাপত্তা বর্তমানে আরো জোরদার হয়েছে। দুবাই থেকে ২ কোটি টাকা খরচ করে বুলেট প্রুফ গাড়িও আনিয়েছেন ভাইজান। এমনকি নিজের বাংলোর গোটা বারান্দা মুড়ে ফেলেছেন বুলেট প্রুফ কাচে। কিন্তু সারা জীবন কি এভাবে প্রাণভয় বয়ে বেড়াতে হবে তাকে? অনুরাগীদের সেই কৌতূহল মেটাতেই এবার স্পষ্ট জবাব সালমান খানের।

মন্তব্য

সর্বশেষ সংবাদ