<p>আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের একাদশ আসর। তার আগে আজ মিরপুরের শের- ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে জমজমাট এক উদ্বোধনী অনুষ্ঠান। আর উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতালেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। গানে গানে মাতিয়ে রাখলেন দর্শকদের।</p> <p>রাহাত ফাতেহ আলী খান মঞ্চে ওঠেন রাত ৯টায়। বিসিবি থেকে আগে জানানো হয়েছিল তিনি গাওয়া শুরু করবেন রাত সাড়ে ৮টায়। সেখানে এই বিলম্ব যেন দর্শকদের তর সইছিল না। কারণ তার গান শোনার জন্য অনেক দর্শক সেই বেলা ৩টায় এসে প্রবেশ করেন। তাদের জন্য অপেক্ষার প্রহর ছিল প্রায় সাড়ে ৫ ঘণ্টার বেশি। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করলেও কারও মাঝে ধৈর্যচ্যুতি ঘটেনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ড্যুনের অভিজ্ঞতায় মুগ্ধ টাবু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/24/1735015231-0307f2c39740fbe2c852e215aaf4ebc0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ড্যুনের অভিজ্ঞতায় মুগ্ধ টাবু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/24/1460765" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আসি আসি করেও এলো না তাঁরা!" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/24/1735014059-55e0a33cb42c53518ee9b374ed13c82b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আসি আসি করেও এলো না তাঁরা!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/24/1460763" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফেঁসে যাচ্ছেন আল্লু অর্জুন, নারী মৃত্যুর ঘটনায় পুলিশের চাঞ্চল্যকর তথ্য" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/23/1734948111-85ac4245e907221f8468778c6567a0a7.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফেঁসে যাচ্ছেন আল্লু অর্জুন, নারী মৃত্যুর ঘটনায় পুলিশের চাঞ্চল্যকর তথ্য</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/23/1460495" target="_blank"> </a></div> </div> </div> </div> </div> </div> <p>বিপিএলে মিউজিক ফেস্ট শুরু হয় বিকেল সাড়ে ৪টার দিকে। দেশীয় শিল্পীদের পরিবেশনায় সব শেষে গান পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড মাইলস। এরপর শুরু হয় রাহাত ফাতেহ আলী খানের গান। মাইলসের গান গাওয়া শেষ হওয়ার পর রাহাত ফাতেহ আলী খান মঞ্চে আসার আগ পযন্ত বেশ লম্বা বিরতি ছিল। সবাই যখন রাহাত ফাতেহ আলী খানের জন্য অপেক্ষার প্রহর গুনছেন, ঠিক তখনই হঠাৎ করে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের রাতের আঁধার হারিয়ে যায়। আতশবাজির ঝলকানিতে আলোকিত হয়ে ওঠে রাতের আকাশ। মুহুর্মুহু আতশবাজির শব্দে সেখানে অন্য রকম এক পরিবেশ তৈরি হয়। আতশবাজির ঝলকানি শেষ হতে না হতেই মঞ্চে প্রবেশ করেন ওস্তাদ রাহাত ফাতেহ আলী খান। </p> <p>এসেই তিনি ‘আসসালামু আলাইকুম এভরিওয়ান’ বলে শুরু করেন। এর পরই সবাইকে অবাক করে দিয়ে বলে ওঠেন ‘ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি।’ এ রকম একটি অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছেন বলেও জানান রাহাত ফাতেহ আলী খান। একই সঙ্গে তিনি বিপিএলের সাফল্যও কামনা করেন। তিনি শুরু করেন আল্লাহু আল্লাহু গান দিয়ে। এ সময় গোটা অডিয়েন্স মন্ত্রমুগ্ধ হয়ে তার গান শুনছিলেন। এরপর তিনি একের পর এক তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করে যান।</p>