<p>আতিফ আসলাম, রাহাত ফাতেহ আলী খান ও জাল ব্যান্ডের পর এবার ঢাকা মাতাতে আসছে পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’। প্রথমবারের মতো ঢাকার মঞ্চে পারফর্ম করতে আসছে ব্যান্ডটি। ১০ ও ১১ জানুয়ারি রাজধানীর সেনাপ্রাঙ্গণে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তারিখ পরিবর্তনের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ব্লু ব্রিক কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুই দিনব্যাপী এই কনসার্টটির তারিখ পেছানো হয়েছে। ১০ ও ১১ জানুয়ারির পরিবর্তে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘ঢাকা ড্রিমস: কাবিশ লাইভ ইন কনসার্ট’।<br />   <br /> তবে তারিখ পেছালেও কনসার্টের ভেন্যু পরিবর্তন হয়নি। রাজধানীর সেনাপ্রাঙ্গণেই বসবে জমকালো গানের আসর। আয়োজকরা জানান, অনিবার্য কারণে কনসার্ট এর তারিখ পেছানো হয়েছে। তবে আয়োজনের লাইনআপ, ভেন্যু সব ঠিকঠাক রাখা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আজ পর্দা উঠবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/11/1736571653-332f9f45cafd1b3595d8656744b552eb.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আজ পর্দা উঠবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/11/1467413" target="_blank"> </a></div> </div> <p>সেনাপ্রাঙ্গণে প্রথম দিনের উদ্বোধন হবে লেভেল ফাইভ এবং জনপ্রিয় ব্যান্ড শূন্য-এর পরিবেশনার মাধ্যমে। এরপর মঞ্চে আসবে কাভিশ, যারা তাদের আবেগপূর্ণ গানের মাধ্যমে রাত্রি শেষ করবে। দ্বিতীয় দিন শুরু হবে গ্র্যামি-মনোনীত বাংলাদেশের প্রথম সংগীতশিল্পী আরমীন মুসা এবং ঘাসফড়িং কয়ার-এর পরিবেশনার মাধ্যমে। এই দিন বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে শায়ান চৌধুরী অর্ণব এবং ভারতের প্লেব্যাক সিঙ্গার সুনিধি চৌহানের এক যৌথ পরিবেশনা। দ্বিতীয় দিনের সমাপ্তি হবে কাভিশ-এর আরেকটি মুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে।</p> <p>আয়োজকরা জানান, ব্লু ব্রিক কমিউনিকেশনস, যারা এর আগে ‘ঢাকা রেট্রো’-র মতো সফল ইভেন্ট আয়োজন করেছে, এবার ‘ঢাকা ড্রিমস’-এর মাধ্যমে দর্শকদের জন্য শান্ত, সুরেলা এবং স্মরণীয় দুটি রাত উপহার দিতে প্রস্তুত।</p>