রাজশাহী নগরীর একটি স্কুল অ্যান্ড কলেজে বাস্তবে চারজন শিক্ষার্থী থাকলেও এমপিওভুক্ত করার জন্য ৬৫ জন দেখিয়ে ভুয়া তালিকা প্রদান করার অভিযোগ উঠেছে। নগরীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (মাউশি) রাজশাহী আঞ্চলিক পরিচালক বরাবর গত ১৬ মার্চ লিখিত অভিযোগ করেছেন ওই কলেজের প্রাক্তন শিক্ষর্থী ও স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান রাজু।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, মন্ত্রণালয়ের সর্বশেষ জনবল কাঠামো ২৮ মার্চ অনুযায়ী ইন্টারমিডিয়েট কলেজে প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষ মিলে কমপক্ষে ৬০ জন শিক্ষার্থী থাকতে হবে।