<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ২১ জন সাবেক ও বর্তমান শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। ববি সূত্রে জানা গেছে, উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শারমিন ২১ ছাত্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে গত শুক্রবার রেজিস্ট্রার মনিরুল ইসলামকে চিঠি দিয়েছেন। তবে অভিযুক্তদের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে তা চিঠিতে উল্লেখ করা হয়নি। রেজিস্ট্রার মনিরুল ইসলাম উপাচার্যের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে তিনি উপাচার্যের সঙ্গে সভা করবেন।</span></span></span></span></span></p>