<p>পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় মিলন হাওলাদার (৩০) নামের এক কৃষি কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ রবিবার (২২ ডিসেম্বর) ভোর ৭টায় ওই উপজেলার ভুবনসাহার কাচারি এলাকায় বাউফল বরিশাল সড়কে এ ঘটনা ঘটে।</p> <p>নিহত মিলন হাওলাদার বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের সাবেক মেম্বার শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ গাড়ির সংঘর্ষ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734843764-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ গাড়ির সংঘর্ষ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/22/1460064" target="_blank"> </a></div> </div> <p>জানা গেছে, আজ রবিবার ভোরে সিএনজি চালিত গাড়িতে কর্মস্থলে যাচ্ছিলেন মিলন। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ওই গাড়ির একাংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় মিলন গুরুতর আহত হন। দ্রুত তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিলন হাওলাদারকে মৃত ঘোষণা করেন। </p> <p>জানা গেছে, ২০১৮ সালে মিলন উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে প্রথম চাকরিতে যোগদান করেন। তার স্ত্রী ও ৩ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্ত্রীকে হত্যার পর আত্মহত্যাচেষ্টার নাটক, অভিযোগ স্বামীর বিরুদ্ধে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734858982-0331f1beab22fb6d25616fda3a99b07b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্ত্রীকে হত্যার পর আত্মহত্যাচেষ্টার নাটক, অভিযোগ স্বামীর বিরুদ্ধে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/22/1460116" target="_blank"> </a></div> </div> <p>বাউফল থানার ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অ্যাম্বুলেন্স ও সিএনজির চালক পালিয়েছে। তাদের আটক করার চেষ্টা চলছে।’</p>