<p style="text-align:justify">চট্টগ্রাম সিটি করপোরেশনের ডিপো থেকে ময়লা সংগ্রহ ও বিক্রি নিয়ে বিরোধের জেরে জসিম উদ্দিন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ রবিবার কুমিল্লার লাকসাম এলাকা থেকে মো. সোহাগ (২৭) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।</p> <p style="text-align:justify">এর আগে, এই মামলার প্রধান আসামি নেজাম উদ্দিন দিপু (২৫) ও মো. সিয়ামকে (২৫) গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ।</p> <p style="text-align:justify">পুলিশ ও র‌্যাব বলছে, চট্টগ্রাম নগরের আনন্দবাজার চান্দারপাড়া সিটি করপোরেশনের ময়লার ডিপোতে ডাম্পিংকৃত বাসা-বাড়ির বর্জ্য ও বোতল কুড়ানো, ক্রয়-বিক্রয় সংক্রান্ত ব্যাবসাকে কেন্দ্র করে নেজাম, সোহাগ ও সিয়ামদের সঙ্গে জসিম উদ্দিনের কিছুদিন ধরে বিরোধ চলছিল।</p> <p style="text-align:justify">এই বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে কয়েকজন সহযোগী নিয়ে তারা জসিম উদ্দিনের ওপর হামলা চালায় ও ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় জসিমকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। গত বুধবার সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসিম।</p> <p style="text-align:justify">এই হত্যার ঘটনায় বন্দর থানায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। এরপর অভিযান চালিয়ে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। জসিম বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন।</p> <p style="text-align:justify">র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শরীফ-উল-আলম কালের কণ্ঠকে বলেন, ‘সোহাগ দায়র করা হত্যা মামলার ৩ নম্বর এজহারনামীয় আসামি। সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।’</p>