<p style="text-align:justify">নারায়ণগঞ্জের মহাসড়কসহ সব সড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলের দাবি জানিয়েছেন চালকরা। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এ দাবি জানান তারা। এতে মহাসড়কের চিটাগাং রোড থেকে সোনারগাঁ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।</p> <p style="text-align:justify">মহাসড়কের মৌচাক মোড়ে সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কাঁচপুরে এসে জড়ো হন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। নারায়ণগঞ্জ জেলা সিএনজি মালিক ও চালক সমিতির ব্যানারে প্রায় ৫০ জন চালক মহাসড়ক অবরোধ করেন।</p> <p style="text-align:justify">সব সড়ক-মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশার চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানিয়ে চালকরা বলেন, তাদের গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসাধু কর্মকর্তারা টাকার বিনিময়ে কিছু সংখ্যক গাড়ি চলতে দিলেও অন্যদের মামলা দিচ্ছেন।</p> <p style="text-align:justify">এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশার চালকরা ১০ মিনিটের মতো চিটাগাং রোডে নেমেছিলেন। পরে তারা কাঁচপুরে চলে যায়। আমাদের এখানে এখন কোনো যানজট নেই।’</p> <p style="text-align:justify">কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, ‘তারা (চালকরা) সড়ক অবরোধ করে রেখেছেন। আমরা কথা বলছি তাদের সঙ্গে। আমরা চেষ্টা করছি সড়ক থেকে তাদের সরিয়ে দিতে।’</p>