<p>সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঝিনাইদহে আলোচিত মেছোবাঘ হত্যা ও হত্যার পর ঝুলিয়ে রাখার ঘটনায় প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়েছে। পরে যশোর বন্য প্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন।</p> <p>পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।</p> <p>গ্রেপ্তারকৃতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার খেদাপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইজি বাইক চালক জাহিদুল ইসলাম (৩৫) ও নলডাঙ্গা বাজারের ইজি বাইক স্ট্যান্ডের স্টাটার ও সদর উপজেলার খড়াশুনি গ্রামের মৃত শামছুদ্দিন লস্করের ছেলে মোশারফ হোসেন (৬০)। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বন্দিদের ভারতে পাঠাতেন শেখ হাসিনা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734858588-03986599f2096e3715b72263f61abdbb.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বন্দিদের ভারতে পাঠাতেন শেখ হাসিনা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/22/1460114" target="_blank"> </a></div> </div> <p>বন বিভাগের কর্মকর্তারা বলছেন, ১৯ ডিসেম্বর কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কের কাদিপুর নামক স্থানে একটি মেছো বাঘ পিটিয়ে হত্যা করা হয়। পরে জাহিদুল ইসলাম নামের ওই ইজি বাইকচালক মৃত বাঘটি বাজারে নিয়ে যান। সেখানে উপস্থিত কিছু মানুষ মৃত বাঘটিকে দোকানের সামনে খুঁটির সঙ্গে বেঁধে গলায় ফুলের মালা দিয়ে বাঘের মুখে সিগারেট আর সামনে চায়ের কাপ রেখে ছবি উঠায়। পরে সেটা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।</p>