<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর ছুরিকাঘাতে হাফেজ কামরুল হাসানকে হত্যার অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী দলের সদস্য। মাদক সেবন করতে অর্থ ছিনিয়ে নিতেই তারা এই হত্যাকাণ্ডে জড়ায়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্রেপ্তারকৃতরা হলো আশরাফুল ইসলাম (১৭) ও মো. শাকিল (১৬)। গতকাল শনিবার সকালে যাত্রাবাড়ীর করাতিটোলা এলাকায় অভিযান  চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার মফিজুল ইসলাম গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্রেপ্তার দুজন </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পেশাদার ছিনতাইকারী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বর্ণনা করে তিনি বলেন, ওই এলাকায় মূলত মাদক সেবনের টাকা জোগাড় করতে তারা ছিনতাই করত। তারা হত্যার ঘটনায় জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হত্যাকাণ্ডের সময়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ওই দুই কিশোর যে পোশাক, ক্যাপ ও জুতা পরা অবস্থায় ছিল, সেসব পরা অবস্থাতেই তাদের গ্রেপ্তার করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ জানিয়েছে, গত ১৮ ডিসেম্বর হাসান তার বন্ধুদের সঙ্গে সাজেক যাওয়ার জন্য রায়েরবাগ বাসস্ট্যান্ড থেকে সায়েদাবাদ বাসস্ট্যান্ডের উদ্দেশে রওনা হন। তিনি রাত পৌনে ৯টার দিকে সায়েদাবাদ এলাকায় নেমে বাসস্ট্যান্ডে যাওয়ার জন্য ফ্লাইওভারের দিকে যান। এরপর ফ্লাইওভারের ওপর পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী হাসানের পথ আটকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারী রোহান তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে তাঁর বুকে আঘাত করে। কামরুল হাসান ফ্লাইওভারের ওপর লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা তাঁর কাছে থাকা একটি মোবাইল ও নগদ সাত হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>