<p style="text-align:justify">ঝিনাইদহের কালীগঞ্জে মেছোবাঘ হত্যার অভিযোগে জাহিদুল ইসলাম ও মোবারক আলী নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।</p> <p style="text-align:justify">শনিবার (২১ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার খেদাপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন জাহিদুল ইসলাম ও মোবারক হোসেন। তারা খেদাপাড়া গ্রামের বাসিন্দা।</p> <p style="text-align:justify">জানা গেছে, গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মেছোবাঘ হত্যার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে হত্যার শিকার মেছোবাঘের পাশে মুক্তিযোদ্ধাদের অবমাননাকর বক্তব্যসহ ছবি প্রকাশ করা হয়। বিষয়টি নজরে আসার পর বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে যান। স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।</p> <p style="text-align:justify">এ ঘটনায় কালীগঞ্জ থানায় শনিবার সন্ধ্যার দিকে যশোরের শার্শা ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা করেন।</p> <p style="text-align:justify">খুলনা বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল জানান, একটি মেছোবাঘ মেরে ইজি বাইকে ঝুলিয়ে রাখা হয়। এটা জানতে পেরে সেখানে বন বিভাগের লোকজন পাঠানো হয় এবং ঘটনার সত্যতা জানা যায়। এ ঘটনায় মামলা করা হয়েছে।</p> <p style="text-align:justify">ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার কালের কণ্ঠকে বলেন, ‘মেছোবাঘ হত্যার ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।’</p>