<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গতকাল শনিবার বিআরটিএর এই অভিযানে মোট ৭৬টি মামলা দেওয়া হয়। একই সঙ্গে পাঁচটি বাসকে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।  বিআরটিএর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রুট ভায়োলেন্স (অনুমোদিত পথে বাস না চালানো), ফিটনেসবিহীন, হাইড্রোলিক হর্ন ও অন্যান্য অপরাধের দায়ে মোট ৭৬টি মামলার বিপরীতে দুই লাখ ২০ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া প্রজাপতি পরিবহন, আসমানী পরিবহন ও তুরাগ পরিবহনের একটি করে এবং ভিক্টর পরিবহনের দুটিসহ মোট পাঁচটি বাস ডাম্পিং স্টেশনে পাঠানো হয়।</span></span></span></span></span></p>