<p>মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে হারিয়েছে ভারত। ভারতের দেওয়া ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭৬ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। ৪১ রানের জয়ে শিরোপা ঘরে তুলে ভারতের মেয়েরা। </p> <p>মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে রবিবার (২২ ডিসেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরের বায়েওমাস স্টেডিয়ামে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। শুরু থেকে ভারতীয়দের একের পর এক উইকেট তুলে নিলেও একপ্রান্ত আগলে রেখে তাদের লড়াকু পুঁজি এনে দেন গোঙ্গাদি তৃষা। ৫ চার ২ ছক্কায় ৫২ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রানের ইনিংস খেলেন মিথিলা ভিনোদ।  নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তাদের সংগ্রহ ১১৭ রান।</p> <p>বাংলাদেশের পক্ষে ৩১ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট শিকার নেন ফারজানা ইয়াসমিন। এ ছাড়া নিশিতা আক্তার নিশি ২ এবং হাবিবা ইসলাম এক উইকেট শিকার করেন।</p> <p>লক্ষ্য তাড়ায় বাংলাদেশের কেবল দুই ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন। এর মধ্যে সর্বোচ্চ ২২ রান করেন জুয়াইরিয়া ফেরদৌস। এ ছাড়া ওপেনার ফাহমিদা ছোঁয়া ১৮ রান করেছেন। টাইগ্রেসরা কপাল পোড়ায় দুটি রানআউট ও একটি হিট উইকেট হয়ে। ১৮.৩ ওভারেই ৭৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।</p> <p>ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন আয়ুশি শুক্লা। এ ছাড়া পারুনিকা সিসোদিয়া ২ এবং জোশিথা ১টি উইকেট শিকার করেন।</p> <p> চলতি মাসে ছেলেদের বয়সভিত্তিক এই টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের যুবারা। এবার ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের। </p>