<p>সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢোলভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক শহিদুল্লাহেল কবির ফারুক (৫০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।</p> <p>গতকাল শনিবার (২১ ডিসেম্বর) রাতে পুলিশ গাইবান্ধা পৌর শহর থেকে গ্রেপ্তার করা হয়। শহিদুল্লাহেল কবির ফারুক গাইবান্ধা পৌর শহরে পরিবার নিয়ে বসবাস করতেন।</p> <p>সদর থানার ওসি শাহিনুর ইসলাম জানান, পৌর শহর থেকে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ফারুক সাদুল্যাপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের মৃত নওশা সরকার (নওশা বিডিআর)-এর ছেলে।</p>