<p style="text-align:justify">গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটী মোল্লাপাড়ায় বোতাম তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ হয়েছেন আরো দুজন। গুরুতর অবস্থায় তাদের ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।</p> <p style="text-align:justify">তবে কারখানাটির উৎপাদন ব্যবস্থাপক আবদুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘নিহত ব্যক্তি একজন রংমিস্ত্রি। তিনি কারখানার ভেতর রঙের কাজ করছিলেন। আহত দুজনও রংমিস্ত্রি।’</p> <p style="text-align:justify">আবদুর রহমান জানান, কারখানায় দুপুরের খাবারের বিরতির সময় কেমিক্যাল গুদামে হঠাৎ আগুন লাগে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। ওই সময় শ্রমিকরা বাইরে ছিলেন। তবে কারখানার ভেতর রংমিস্ত্রিরা কাজ করছিলেন। আগুন লাগার পর কেমিক্যালভর্তি কয়েকটি ড্রাম বিস্ফোরিত হলে তিন রংমিস্ত্রি দগ্ধ হন। তাদের মধ্যে ঘটনাস্থলে একজন মারা যান। বাকি দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।</p> <p style="text-align:justify">গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন বলেন, ‘ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের টানা আড়াই ঘণ্টার চেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’</p>