<p>আয়ারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেননি নিগার সুলতানা জ্যোতি। তবে ঘরোয়া ক্রিকেট বিসিএলে সেই আক্ষেপ ঘোচাচ্ছেন বাংলাদেশের নারী দলের অধিনায়ক।</p> <p>মধ্যাঞ্চলের হয়ে ৮৫ রানে অপরাজিত আছেন জ্যোতি। আগামীকাল তিন দিনের ম্যাচের শেষ দিন সেঞ্চুরির আশায় মাঠে নামবেন তিনি। তার ১০ চারের ইনিংসে ভর করে মধ্যাঞ্চলও বড় সংগ্রহ পেয়েছে। দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ৩০৮ রান করেছে তারা। লিড পেয়েছে ৬৮ রানের। জ্যোতির সঙ্গে দিন শেষ করেছেন ২৭ রান করা নাহিদা আক্তার। তবে উত্তরাঞ্চলের বিপক্ষে লিড পাওয়ার ভিতটা গড়ে দেন দুই ওপেনার মুর্শিদা খাতুন (৬৬) ও ফারজানা আক্তার লিসা (৬০)।</p> <p>এর আগে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে উত্তরাঞ্চল প্রথম ইনিংস ঘোষণা করে ৯ ‍উইকেটে ২৪০ রানে। দলের হয়ে ফারজানা হক পিংকি খেলেছেন ৮৬ রানের এক ইনিংস। ৫৭ রানের ইনিংস খেলেছেন রিতু মণিও।</p> <p>আরেক ম্যাচে রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমিতে আজ আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন আয়েশা রহমান। ৬ রানের জন্য যে সেঞ্চুরি পাননি দক্ষিণাঞ্চলের ব্যাটার। তবে বড় লিড পেয়েছে তার দল। পূর্বাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৪৭ রান করলে ১৫৪ রানের লিড পায় দক্ষিণাঞ্চল। রুবাইয়াত হায়দার ঝিলিক ও অধিনায়ক রাবেয়া খানের অবদানও কম নয়। ঝিলিকের ৮২ রানের বিপরীতে ৭০ রান করেছেন রাবেয়া।</p> <p>এই লিডে এখন জয়ের স্বপ্ন দেখছে দক্ষিণাঞ্চল। কারণ শেষ দিনে ১২৮ রান শোধ দিয়ে আবার লক্ষ্য দিতে হবে পূর্বাঞ্চলকে। আজ দ্বিতীয় দিন দ্বিতীয় ইনিংস শেষ করেছে ৩ উইকেটে ২৬ রানে। কাল ম্যাচ বাঁচাতে হলে কঠিন এক পথ পাড়ি দিতে হবে তাদের। এর আগে শারমিন আক্তার সুপ্তার ৮৮ রানের সৌজন্যে প্রথম ইনিংসে ১৯৭ রান করেছিল পূর্বাঞ্চল। আগামীকাল ম্যাচ বাঁচানোর দায়িত্ব নিতে হবে সুপ্তাকে। ১২ রানে অপরাজিত আছেন তিনি। সমান ১২ রানে তাকে সঙ্গ দিচ্ছেন শম্পা।</p>