<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের স্বনামধন্য সংবাদ পাঠক সালেহ আকরাম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গতকাল রবিবার দুপুরে বাংলাদেশ টেলিভশনের ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফেসবুক বার্তায় জানানো হয়, বাংলাদেশ টেলিভিশনের স্বনামধন্য বাংলা সংবাদ পাঠক সালেহ আকরাম শনিবার রাত ২টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। আগামী বুধবার তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সালেহ আকরামের জন্ম ফরিদপুরে। তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সত্তরের দশকে তিনি সংবাদ পাঠক হিসেবে যোগ দেন বাংলাদেশ টেলিভিশনে। দেশের বরেণ্য সংবাদ পাঠকদের মধ্যে অন্যতম তিনি। পরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে যুক্ত হন সালেহ আকরাম।</span></span></span></span></span></p>