<p>রাজবাড়ীতে রাজমিস্ত্রিদের সঙ্গে মতবিনিময়সভা করেছে বসুন্ধরা সিমেন্ট ও কিং ব্র্যান্ড সিমেন্ট। রবিবার (২২ ডিসেম্বর) ‘শৈল্পিক নির্মাণে রাজমিস্ত্রির অবদান’ স্লোগানকে সামনে রেখে জেলা শহরের মাছরাঙা কনভেনশন সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। </p> <p>এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বসুন্ধরা সিমেন্ট সেক্টরের সাউথ বেঙ্গল ডিজিএম মো. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর বসুন্ধরা সিমেন্টের ডিলার রইচ উদ্দিন ডিউক, কিং ব্র্যান্ড সিমেন্টের ডিলার কাজী আব্দর সবুর শাহীন, ডিলার বকুল চন্দ্র সাহা ও আবু নাসের মহিউদ্দিন, টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার আমির হামজা, ডেপুটি ম্যানেজার মো. কাউছার হোসেন, রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শাজাহান সান্টু প্রমুখ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ডিসেম্বরের ২১ দিনে রেমিট্যান্স এলো ২ বিলিয়ন ডলার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734873526-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ডিসেম্বরের ২১ দিনে রেমিট্যান্স এলো ২ বিলিয়ন ডলার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/12/22/1460179" target="_blank"> </a></div> </div> <p>স্বাগত বক্তব্য দেন ফরিদপুর জোনের সিনিয়র ম্যানেজার কবির আহমেদ। সঞ্চালনা করেন ডেপুটি ম্যানেজার ওমর ফারুক। পরে র‌্যাফল ড্র ও পুরস্কার বিতরণ করা হয়।</p>