<p>বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিগত ১৬ বছর শেখ হাসিনা লুটপাট, দুর্নীতি ও সন্ত্রাসী রাষ্ট্র কায়েম করে দেশকে ধ্বংস করে দিয়ে ভারতে পালিয়ে গেছেন। ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে পুনর্জীবিত করতে তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। এই ৩১ দফায় জাতীয় সরকার গঠনের মাধ্যমে একটি সমৃদ্ধশালী দেশ উপহার দিবে।</p> <p>রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আদালতে হাজিরা শেষে কারাগারে সালাম মুর্শেদী" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734859601-1c7e89c3694f352a9c98241cec343367.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আদালতে হাজিরা শেষে কারাগারে সালাম মুর্শেদী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/12/22/1460118" target="_blank"> </a></div> </div> <p>প্রশাসনের উদ্দেশ্যে বিএনপি নেতা টুকু বলেন, হাসিনার আমলে কোন আইনের শাসন ছিল না। বিএনপির কোন নেতাকর্মী হামলা-খুনের শিকার হলেও মামলা নেওয়া হতো না। এমনকি সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রোমানা মাহমুদ বারবার হামলার শিকার হলেও কোন মামলা নেওয়া হয়নি। সেই পুলিশ এখন বলছে, আইন মেনে সব কিছু করতে হবে। পুলিশ এমন আচরণ করলে জনগণ উপযুক্ত জবাব দেবে।</p> <p>নেতাকর্মীদের উদ্দেশে টুকু বলেন, এখনো দেশে আওয়ামী লীগ রয়েছে। তারা মুখরোচক কথা বলে আপনাদের সাথে মিলতাল দিয়ে থাকবে। কিন্তু আপনারা তাদের কথায় ভুলবেন না, তাদের থেকে সজাগ থাকবেন। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী অপকর্ম, লুটপাট ও খুনের সাথে জড়িত তাদের বিচার বাংলার মাটিতেই হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চিকিৎসকদের কর্মবিরতি, অবস্থান নিয়েছে শাহবাগে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734860177-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চিকিৎসকদের কর্মবিরতি, অবস্থান নিয়েছে শাহবাগে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/22/1460121" target="_blank"> </a></div> </div> <p>কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রোমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক ভিপি শামীম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, যুবদলের সভাপতি মির্জা বাবু প্রমুখ।</p>