<p>বাংলাদেশটা যাতে ভারতের বাজার হয় এই জন্য শেখ হাসিনা বিদেশে বসে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মেদ (বীরবিক্রম)। তিনি বলেন, ‘শেখ হাসিনা তাদের বংশসহ পাশের দেশ ভারতে পালিয়ে গিয়েছেন। এখন তারা ষড়যন্ত্র করছে কিভাবে এই দেশটাকে ধ্বংস করা যায়।</p> <p>রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ভোলার তজুমদ্দিন উপজেলা ডাকবাংলো হল রুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সাঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নামাজে যেসব দোয়া পড়া সুন্নত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734863543-ce37960783a0823acf4c92c399f03506.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নামাজে যেসব দোয়া পড়া সুন্নত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Islamic-lifestylie/2024/12/22/1460137" target="_blank"> </a></div> </div> <p>হাফিজ উদ্দিন আহাম্মেদ বলেন, তারা (আওয়ামী লীগ) দেশ থেকে বিদায় হলো কেনো? কারণ তারা দেশের মানুষের ওপর অত্যাচার করেছে। এরকম অপকর্ম নাই যে তারা না করেছে। মানুষকে গুম করেছে, হত্যা করেছে, সরকারি অর্থ লোপাট করেছে, বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়েছে, সর্বশেষ দেড় হাজার লোককে হত্যা করেছে।</p> <p>তিনি বলেন, ‘অত্যাচার নিপীড়নের কারণে আল্লাহর পক্ষ থেকে তাদের ওপর গজব নাযিল হয়েছে এবং তাদের সরিয়েছে সাধারণ মানুষ। আমরা অনেক বছর চেষ্টা করেছি। বিএনপি ১৬-১৭ বছর অনেক পরিশ্রম করেছে, বহু মানুষ জীবন দিয়েছে ও গুম হয়েছে তার পরও শক্তি প্রয়োগ করে তারা টিকে গিয়েছে। এর পর আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে এগুলোর সীমা ছাড়িয়ে গেছে এ জন্য তিনি নিজেই হস্তক্ষেপ করেছেন। সেই জন্য অল্প কয়েক দিনের মধ্যে তারা দেশ থেকে বিদায় হয়েছে।’<br />  <br /> মেজর হাফিজ উদ্দিন বলেন, ‘এখন দেশে একটি অন্তর্বর্তীকালিন সরকার ক্ষমতায় আছে এবং অনেকে বলে দেশটা দ্বিতীয় বারের মতো স্বাধীন হয়েছে। এখন আমাদেরও অনেক করনীয় আছে। একটা জিনিস সবাইকে বুঝতে হবে, আওয়ামী লীগ যা যা করেছে ওইটা যদি আমরাও করি আমাদের অবস্থা আওয়ামী লীগের মতোই হবে। এইটা বুঝার মতো জ্ঞান থাকতে হবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনে নতুন নেতৃত্ব" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734864811-a173da434a8acb885009baadb931a973.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনে নতুন নেতৃত্ব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/22/1460143" target="_blank"> </a></div> </div> <p>দলীয় নেতাকর্মীর উদ্দেশে তিনি বলেন, ‘কিছু কিছু নেতাকর্মীর চিন্তা হলো ১৭ বছর পর সুযোগ পেয়েছি যেখান থেকে যা পাই ইনকাম করে নেই। বদনাম হলে হাফিজ সাহেবের হবে। একটা কথা সবাই মনে রাখবেন আমি যতদিন জীবিত আছি কোনো সাধারণ মানুষের উপর কেউ অত্যাচার করতে পারবে না। ইদানিং কিছু লোক চরাঞ্চলের মানুষের ওপর জুলুম অত্যাচার করে দলকে কুরবানি দিয়ে নিজেদের পকেট ভারি করছে। সুতরাং এ ধরনের কাজ আমরা সহ্য করবো না। আমি আমার মতো করে এসকল বিষয়ে ব্যবস্থা নিবো।’   </p> <p>উপজেলা বিএনপি আহবায়ক গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান হাওলাদার, শাহাদাত হোসেন পাটোয়ারী, মহিউদ্দিন জুলফিকার, জাকির হোসেন মনু, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল হালিম জাহাঙ্গীর, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান সাফা পিন্টু, সদস্যসচিব মো. শাজাহান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান পাটোয়ারী, সদস্যসচিব মো. আব্দুল গফুর, শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন, সম্পাদক মো. সেলিম, ছাত্রদলের সভাপতি মো. রাসেল আহমেদ প্রমুখ।</p>