বাংলাদেশি বিজ্ঞানীর আবিষ্কার ক্ষুদ্রতম সোলারকপ্টার
১১ বছর আগে বিশ্বের প্রথম সৌরশক্তিচালিত মাইক্রোহেলিকপ্টার তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ড. হাসান শহীদ। এই রোবটিকসবিজ্ঞানী এবার তৈরি করেছেন বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন। তাঁর অসামান্য এই সাফল্যের গল্প শুনেছেন ইয়াহইয়া ফজল
সম্পর্কিত খবর