<p>নভেম্বরের শুরুতে আতলেতিকোর চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে ছিল বার্সেলোনা। কিন্তু বার্সার ফর্মের পতন ও আতলেতিকোর টানা জয়ে চিত্র পুরোপুরি বদলে গেছে। নির্ধারিত সময়ে সমতা থাকার পর ইঞ্জুরি টাইমে আলেক্সান্ডার সরলথের গোলে বার্সেলোনাকে হারিয়ে শীর্ষে উঠেছে আতলেতিকো মাদ্রিদ। </p> <p>শনিবার রাতে লা লিগায় অলিম্পিক স্টেডিয়ামে আতলেতিকোর কাছে ২-১ গোলে হেরেছে হ্যান্সি ফ্লিকের দল। ৩০ মিনিটে পেদ্রি বার্সাকে এগিয়ে দেওয়ার পর ৬০ মিনিটে আতলেতিকোকে সমতায় ফেরান রদ্রিগো দি পল। সরলথ বদলি হয়ে মাঠে নেমে ইঞ্জুরি টাইমে জয়সূচক গোলে বার্সাকে হারায় আতলেতিকো।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাংলাদেশ-ভারত ফাইনালসহ টিভিতে আজ (২২ ডিসেম্বর ২০২৪) দেখবেন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734837583-7b55e5849d205e4502e02d32896e0f91.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাংলাদেশ-ভারত ফাইনালসহ টিভিতে আজ (২২ ডিসেম্বর ২০২৪) দেখবেন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/12/22/1460046" target="_blank"> </a></div> </div> <p>ম্যাচের ৩০তম মিনিটে পেদ্রি গোল করে বার্সাকে এগিয়ে দেন। সতীর্থ গাভির সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর নিচু শটে বল জালে জড়ান স্প্যানিশ এই মিডফিল্ডার। তবে খেলায় আধিপত্য বিস্তার করেও লিড ধরে রাখতে ব্যর্থ হয় বার্সেলোনা। ৬০তম মিনিটে মার্ক কাসাদোর ব্যাকহিল ক্লিয়ারেন্সের ভুলে বল পেয়ে যান রদ্রিগো ডি পল, দারুণ এক শটে সমতায় ফেরান এই আর্জেন্টাইন।</p> <p><img alt="১" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/12/22/my1198/ডপাডযট.jpg" width="1000" /></p> <p>শেষ দিকে একাধিক সুযোগ নষ্টের মাশুল দেয় বার্সেলোনা। ফেরমিন লোপেজের শট আটকে দেন ইয়ান ওবলাক। পেদ্রি ও রাফিনিয়ার প্রচেষ্টাও ব্যর্থ হয়। রাফিনিয়া একবার ক্রসবার কাঁপান এবং পরে এক-অন-ওয়ান অবস্থায় গোল করতে ব্যর্থ হন। অন্যদিকে, অ্যাটলেটিকো নিজেদের সুযোগ কাজে লাগাতে ভুল করেনি। ম্যাচের ৯৬তম মিনিটে নাহুয়েল মোলিনার ক্রস থেকে সরলথ গোল করে আতলেতিকোকে জয় এনে দেন। এটি সিমিওনের দলের টানা ১২তম জয়। অন্যদিকে ২০০৬ সালের পর এই প্রথম নিজেদের মাঠে আতলেতিকোর কাছে হারল বার্সেলোনা। সেই সঙ্গে সর্বশেষ সাত ম্যাচের মধ্যে ষষ্ঠবারের মতো পয়েন্ট হারাল দলটি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পঞ্চগড়ে তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে, বিপর্যস্ত জনজীবন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734839262-8de41d2ac5e2b3ce04745dbedbc83694.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পঞ্চগড়ে তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে, বিপর্যস্ত জনজীবন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/22/1460048" target="_blank"> </a></div> </div> <p>এই হারে বার্সেলোনা তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে। আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদ যদি সেভিয়াকে হারায়, তাহলে বার্সা তৃতীয় স্থানেও চলে যেতে পারে।</p> <p><img alt="১" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/12/22/my1198/ুযািুৃবক.jpg" width="1000" /></p> <p>এই হারের পর বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক বলেছেন,‘আমরা অসাধারণ একটি ম্যাচ খেলেছি। খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে আমি ভীষণ খুশি, তবে ফলাফল হতাশাজনক। আতলেতিকো মাদ্রিদ তাদের সুযোগের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেছে, এবং সেই সুযোগটাই তাদের জন্য যথেষ্ট হয়েছে।’</p> <p> ম্যাচের পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও ফলাফলে হতাশ ফ্লিক। কিন্তু আশা হারাতে চান না তিনি। আরো শক্তিশালী হয়ে ফিরে আসার প্রত্যয় তার কণ্ঠে। তিনি বলেন, ‘আজ আমি আমার দলের খেলার সেই ধরণ দেখেছি যা আমি সবসময় চাই। ফলাফল আমাদের পক্ষে আসেনি, যা খুবই দুঃখের। তবে পেদ্রি, গাভির মতো খেলোয়াড়দের আবেগ এবং নিবেদন আমাকে মুগ্ধ করেছে। আমি নিশ্চিত, ফলাফল আসবে। আমরা আরো শক্তিশালী হয়ে ফিরে আসব। সম্ভবত এই বিরতিটাই আমাদের জন্য একটি ভালো সময়।’</p> <p>এই বছরের খেলা আপাতত শেষ বার্সেলোনার। ক্রিসমাস বিরতির পর  কাতালুনিয়ার দলটির পরের ম্যাচ আগামী জানুয়ারিতে। ৪ জানুয়ারি কোপা দেল রেতে বারবাস্ত্রোর বিপক্ষে ম্যাচ রয়েছে, এরপর স্প্যানিশ সুপার কাপে অংশ নিতে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবে দলটি।</p>