<p>গুগল ম্যাপস এ যুগে খুব গুরুত্বপূর্ণ অ্যাপ আমাদের জীবনে। কোনো প্রতিষ্ঠানের খোঁজ করছেন, কিন্তু ঠিকানা জানেন না, গুগল ম্যাপে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন বিস্তারিত। এমনকি আপনার বর্তমান অবস্থান থেকে সেটি কতদূরে, কোন পথে যাবেন, কত সময় লাগবে তার দিকনির্দেশনাও জানিয়ে দেবে গুগল ম্যাপস। </p> <p>এসব ঠিকানা গুগল ম্যাপ কোথায় পায়?</p> <p>প্রতিষ্ঠানগুলোই গুগল ম্যাপে তাদের ঠিকানা যোগ করতে পারে। এমনকি আপনি চাইলে আপনার প্রতিষ্ঠান কিংবা বাসার ঠিকানাও গুগল ম্যাপে যোগ করতে পারেন।</p> <p>কিভাবে ঠিকানা যোগ করবেন?</p> <p>এ জন্য মোবাইল ফোন বা পিসি থেকে গুগল ম্যাপে প্রবেশ করুন। তারপর গুগল ম্যাপস অ্যাপটি চালু করুন। ওপরে থাকা সার্চ বারে ক্লিক করুন। সেখানে আপনি ‘হোম,’ ‘ওয়ার্ক,’ বা ‘মোর’ নামে তিনটি অপশন দেখতে পাবেন।</p> <p>বাসার ঠিকানা সংরক্ষণ করতে হোম অপশনটিতে ক্লিক করুন। এরপর সার্চ বক্সে আপনার বাসার ঠিকানা লিখুন অথবা চুজ অন ম্যাপ অপশনটি ব্যবহার করে ম্যাপ থেকে সঠিক স্থানে পিন করুন।</p> <p>সঠিক অবস্থান পিন করার পর নিচে থাকা সেভ বাটন-এ ক্লিক করুন। এভাবে আপনার বাসার ঠিকানা গুগল ম্যাপসে সংরক্ষিত হয়ে যাবে।</p> <p>অফিসের ঠিকানা অ্যাড কররা ক্ষেত্রে  ওয়ার্ক অপশনে ট্যাপ করুন এবং একই প্রক্রিয়া অনুসরণ করুন।</p> <p>অন্য যেকোনো স্থানের জন্য মোর অপশনে যান। সেখান থেকে অ্যাড আ প্লেস নির্বাচন করুন। <br /> স্থানের নাম লিখুন বা ম্যাপে সঠিক জায়গায় পিন করুন। এরপর সেভ করুন।</p> <p>গুগল ম্যাপে ঠিকানা অ্যাড করার বিশেষ কিছু সুবিধা আছে। বারবার ঠিকানা খুঁজতে হয় না, <br /> দিকনির্দেশনার জন্য সময় বাঁচে, বাসা বা অফিসে যাওয়ার পথনির্দেশনা সহজে অন্যদের শেয়ার করা যায়।</p>