ভারতে এ বছরের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্র ‘পুষ্পা ২’। সিনেমাটি মুক্তির পর থেকেই আলোচনায়। প্রিমিয়ারের দিনই এক দুর্ঘটনা দিয়ে যাত্রা শুরু করে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’। প্রিমিয়ারে নায়কের আসার খবর পেয়ে প্রেক্ষাগৃহের সামনে ভিড় চলে যায় নিয়ন্ত্রণের বাইরে।
ভারতে এ বছরের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্র ‘পুষ্পা ২’। সিনেমাটি মুক্তির পর থেকেই আলোচনায়। প্রিমিয়ারের দিনই এক দুর্ঘটনা দিয়ে যাত্রা শুরু করে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’। প্রিমিয়ারে নায়কের আসার খবর পেয়ে প্রেক্ষাগৃহের সামনে ভিড় চলে যায় নিয়ন্ত্রণের বাইরে।
সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে (টুইটার) তেলেঙ্গানার বিধায়ক আকবরউদ্দিনের ভিডিও শেয়ার করা হয়। সেখানে আকবরউদ্দিনকে বলতে শোনা যায়, ‘আমি ওই বিখ্যাত ফিল্মস্টারের নাম নিতে চাই না। কিন্তু আমার খবর অনুযায়ী, যখন সেই ফিল্মস্টারকে জানানো হয় প্রেক্ষাগৃহের বাইরে পদপিষ্টের ঘটনা ঘটেছে।
টুইটটি আল্লু অর্জুনকে ঘিরেই করা হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। বিধায়কের এই টুইট ঘিরে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল। এমনকি ভিড় সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে স্থানীয় পুলিশকেও। পরিস্থিতি সবচেয়ে বিশৃঙ্খল হয়ে ওঠে যখন থিয়েটারে প্রবেশ করেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। তাকে সামনে থেকে দেখতে গিয়েই অনুরাগীদের মধ্যে প্রবল উত্তেজনা শুরু হয়। এই পরিস্থিতিতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সের রেবতীর। তার ৯ বছরের ছেলে শ্রী তেজাও গুরুতর জখম হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তেজা।
গত মঙ্গলবার হাসপাতালে তেজাকে দেখতে যান হায়দরাবাদ সিটির পুলিশ কমিশনার সি. ভি. আনন্দ। তার সঙ্গে ছিলেন তেলেঙ্গানা সরকারের স্বাস্থ্যসচিব ডা. ক্রিস্টিনা। কমিশনার জানান, শ্রী তেজাকে যখন উদ্ধার করা হয়েছিল সেই সময় সে ছিল ব্রেন ডেজ। দমবন্ধ হয়ে তার এমন অবস্থা হয়েছিল। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে পুলিশকর্মীদের সিপিআর দিতেও দেখা গিয়েছে। শ্রী তেজাকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকরা।
এদিকে এ ঘটনার জেরে আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই অন্তর্বতীকালীন জামিন পেয়ে যান অভিনেতা। ছাড়া পাওয়ার পর বিষয়টি নিয়ে শোকপ্রকাশ করেন আল্লু। জানান শ্রী তেজার শারীরিক অবস্থা নিয়ে বেশ উদ্বিগ্ন তিনি। তবে আইনি জটিলতার কারণে তার সঙ্গে দেখা করতে যেতে পারছেন না। ৯ বছরের শিশুর দ্রুত আরোগ্য কামনা করেন দক্ষিণী সুপারস্টার। এছাড়া সব ধরনের সহায়তা করারও আশ্বাস দেন।
সম্পর্কিত খবর
রিয়্যালিটি শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ বাবা-মা ও যৌনতা নিয়ে আপত্তিকর মন্তব্য করে প্রবল জনরোষের মুখে পড়েছেন ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়া। এমন কাণ্ড তাকে আদালতের দোড়গোড়াতেও নিয়ে গিয়েছে। সেই আইনি জট এখনও কাটেনি। শুধু রণবীরই নন, একই শোয়ের কারণে বিপকে জড়িয়েছেন সময় রায়নাও।
এক কৌতুকানুষ্ঠানে কমেডিয়ান স্বাতীর কথা বলার বিষয় ছিল সেক্স টয় ভাইব্রেটর। সে বিষয়ে কথা বলতে গিয়ে নিয়ে মাকে টেনে আনলেন স্বাতী। তাঁর এধরনের মন্তব্য শুনে শ্রোতা-দর্শকরা সকলেই চমকে ওঠেন।
এরপরই স্বাতী কপালে হাত রেখে বলেন, ‘আমি তো ভাবলাম, এতো নিশ্চয় আমার ভাইব্রেটর ধার চাইতে এসেছে।
এদিকে স্বাতীর এই ভিডিও ক্লিপ দেখার পর কমেডি অনুষ্ঠানে অনেককেই হাসতে শোনা যায়। তবে সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়েছেন এ কমেডিয়ান। নেটিজেনদের অনেকেই তীব্র ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন। একজন লিখেছেন, ‘কী নির্লজ্জ! অত্যন্ত বিব্রতকর এটা। কিছু লোকজন দেখছি হাসাহাসি করছেন, সবকিছু একটা সীমা আছে।’ আরেকজন লিখেছেন, ‘নিজে বিখ্যাত হতে গিয়ে বাবা-মায়ের মান সম্মান মাটিতে নামাবে।’ অন্য একজন লিখেছেন, ‘লজ্জাজনক। কৌতুক ও স্বাধীনতার নামে কিছু লোকজন গোটা সমাজের বদনাম করছেন।’
অনেকে আবার ভিডিওটি দিল্লি পুলিশকে ট্যাগ করে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন। তবে এই বিতর্কে এখনও মুখ খোলেননি স্বাতী। ভিডিওটি পোস্ট করার সময় কৌতুকশিল্পী আগেই জানিয়ে দিয়েছিলেন, এই ভিডিও প্রাপ্তবয়স্কদের জন্য।
অপেক্ষার পালা শেষ প্রায়। ঈদে ধামাকা নিয়ে আসছেন বলিউড মেগাস্টার সালমান খান। আজ ঈদ উপলক্ষে বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে তার ‘সিকান্দার’। সিনেমাটি নিয়ে ভীষণ প্রত্যাশায় রয়েছেন পরিচালক থেকে প্রযোজক সবাই।
টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, শনিবার গভীর রাতে সিনেমাটি অনলাইনে ফাঁস হয়ে যায়। তবে একটি বা দুটি নয়, মোট ৬০০টি ওয়েবসাইটে সিনেমাটি ফাঁস হয়ে গেছে। যার মধ্যে রয়েছে তামিল রকার্স, মুভিরুলস, ফিল্মিজিলার মতো সাইট।
রবিবার (৩০ মার্চ) সকালে একটি টুইট প্রকাশ করে কোমল বলেন, ‘এই ঘটনা যেকোনো প্রযোজকের কাছে একটি দুঃস্বপ্নের মতো। সিনেমা মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যায়।
কোমল আরো বলেন, ‘সিনেমার নির্মাতা, নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন অ্যান্টারটেইনমেন্ট গোটা বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুধু তা-ই নয়, ইতিমধ্যেই ৬০০টি ওয়েবসাইট থেকে সিনেমাটি সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু যা ক্ষতি হওয়ার কিছুটা হয়েছে।
সিনেমাটি কিভাবে ফাঁস হয়েছে বা কোন সংস্থা থেকে এটি ফাঁস করা হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে নির্মাতারা পুলিশের কাছে আবেদন করেছেন, যাতে গোটা ঘটনা নিয়ে তদন্ত করা হয়।
গত দুই বছরে ঈদে সালমানের কোনো সিনেমা মুক্তি পায়নি। দুই বছর পর ঈদে ফিরলেন সালমান। তবে সিনেমাটির অগ্রিম বুকিং অনেক আগে শুরু হয়ে গেলেও এটি এখন পর্যন্ত কোনো রেকর্ড ভাঙতে পারেনি। তবে মুক্তির পর বেশ ভালোই ব্যবসা করবে বক্স অফিসে, এমনটা ধারণা করাই যাচ্ছে। যেহেতু ঈদ আর সালমানের এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে যুগ যুগ ধরেই। তাই সালমানভক্তরা রয়েছেন প্রত্যাশায়।
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। আর বাংলাদেশের সিনেমাপ্রেমীদের জন্য ঈদ মানেই শাকিব খান। প্রতিবারের মতো এবারও ঈদ হবে শাকিবময়। নানা জল্পনা-কল্পনার পরে অবশেষে ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘বরবাদ’।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মেগাস্টার শাকিব খানের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস-এর পেজ থকে এক পোস্ট দিয়ে প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো হয়েছে। পোস্টে লেখা হয়, ‘অক্লান্ত পরিশ্রম করে দেশের জন্য অবদান রাখা সকল প্রবাসী ভাই ও বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। পবিত্র এই উৎসব আপনার ও আপনার পরিবারদেরকে আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক, আমিন।
শাকিবের এই শুভেচ্ছাবার্তায় দারুণ উচ্ছ্বসিত অনুরাগীরা। একের পর এক মন্তব্য করে শুভেচ্ছা জানাচ্ছেন তারাও।
এবারের ঈদে বরবাদ মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও শেষ পর্যন্ত শেষ হাসি হাসেন শাকিব। ২৬ মার্চ বিকেলে বরবাদের মুক্তির বাধা কেটে গেলে সন্ধ্যা থেকেই অফিসে হাজির হতে থাকেন একের পর এক বুকিং এজেন্ট। রেন্টালও উঠতে থাকে আকাশচুম্বী।
‘বরবাদ’-এ শাকিব খান ছাড়াও আছেন ইধিকা পাল, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত। নুসরাতের উপস্থিতি কেবল এই আইটেম গানেই।
ঈদে প্রেক্ষাগৃহে আসছে চিত্রনায়ক সিয়াম আহমেদ ও নায়িকা শবনম বুবলীর ‘জংলি’। এবারের ঈদে এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এই জুটি। সিনেমাটির প্রচারণাতেও দেখা গেছে দুজনকে। তবে বুবলী ভিন্নধর্মী প্রচারণায় নজর কেড়েছিলেন সবার।
এবার এক সাক্ষাৎকারে লুঙ্গি পরে সিনেমার প্রচারণার কারণ জানালেন এই অভিনেত্রী। বুবলী বলেন, ‘লুঙ্গির ব্যাপারটা ছিল আমাদের পরবর্তী সিনেমা জংলির সঙ্গে কানেকটেড।
অভিনেত্রী আরও বলেন, ‘ছেলেরা আমাদের অনেক কিছু যেমন— কানের অর্নামেন্ট, গলার অর্নামেন্ট, পাঞ্জাবির সাথে ওড়না; এগুলো নেয় তাহলে আমরাও পরে ট্রাই করতে পারি। জাস্ট মজা করছি।
পর্দায় অভিষেকের পর থেকেই ঈদ উৎসবে ডাবল সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন তিনি। মাঝে ছন্দঃপতন হলেও আবারও ফিরেছেন স্বমহিমায়। এবার ঈদ উৎসবেও দুই সিনেমা নিয়ে আসছেন তিনি। এই ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বুবলীর ‘জংলি’ সিনেমা।