<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর মগবাজার রেলগেট এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মাথায় আঘাত লেগে তাঁর মৃত্যু হয় বলে জানান চিকিৎসক। নিহতের নাম মো. আপন (২০)। কুড়িগ্রাম জেলায় নাগেশ্বর উপজেলার হাজীপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে আপন মগবাজার এলাকায় থাকতেন। তিনি কী করতেন সে ব্যাপারে কিছু জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র বলছে, গতকাল শনিবার দুপুরের দিকে মগবাজার রেলগেট এলাকা থেকে ওই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।</span></span></span></span></span></p>