<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাভারের আশুলিয়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। হামলায় আশুলিয়া থানা পুলিশের এক উপ-পরিদর্শকসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গতকাল এসব তথ্য নিশ্চিত করেছেন ওসি আবু বকর সিদ্দিক। গত শুক্রবার রাতে নরসিংহপুর সোনামিয়া মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম আশুলিয়া থানার এসআই হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আহত অন্য পুলিশ সদস্যের নাম-পদবি জানা যায়নি। গ্রেপ্তাররা হলো আশুলিয়ার বারেক ভূইয়ার বাড়ির ভাড়াটিয়া শাজাহান মিয়া, মেহেদী হাসান, নাজমুল ইসলাম, আশাদুল ইসলাম বাবু, ওমর ফারুক, মনসুর কবিরাজ, ফারুকুল ইসলাম, ফারুক উদ্দিন, সাজ্জাদ হোসেন, মাইদুল ইসলাম, আমিরুল ইসলাম, হানিফ ভুইয়া ও নাছিরুল ইসলাম।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>