<p>ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে কর্মীদের বেতন থেকে ভবিষ্যৎ তহবিলের অর্থ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। কর্নাটকের আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিশনার গোপাল রেড্ডি উথাপ্পার বিরুদ্ধে ৪ ডিসেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটি কর্মীদের ভবিষ্যৎ তহবিলের ২৩ লাখ ৩৬ হাজার ৬০২ রুপি জমা দেয়নি। আদালত জানিয়েছে, ২৭ ডিসেম্বরের মধ্যে উথাপ্পাকে এই অর্থ জমা দিতে হবে, না হলে পরোয়ানা কার্যকর হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আতলেতিকোর কাছে শীর্ষস্থান হারাল বার্সেলোনা, কোচ বললেন শক্তিশালী হয়ে ফিরব" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734841568-ca82f973ba2f0036b6e4a700f688f67f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আতলেতিকোর কাছে শীর্ষস্থান হারাল বার্সেলোনা, কোচ বললেন শক্তিশালী হয়ে ফিরব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/12/22/1460051" target="_blank"> </a></div> </div> <p>এ বিষয়ে উথাপ্পা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, স্ট্রবেরি লেনসেনিয়া প্রাইভেট লিমিটেড, সেঞ্চুরিয়াস লাইফস্টাইল ব্র্যান্ডস ও বেরিজ ফ্যাশন হাউস নামক প্রতিষ্ঠানগুলো তার কাছ থেকে টাকা ধার নিয়েছিল। এই ভিত্তিতে তাকে পরিচালক পদে বসানো হলেও তিনি এসব প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রমে জড়িত ছিলেন না।  </p> <p>উথাপ্পার উল্টো দাবি, প্রতিষ্ঠানগুলো তাকে ধার শোধ করেনি, বরং তিনিই তাদের কাছ থেকে অর্থ পাওনা আছেন। এজন্য তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন এবং প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষের সঙ্গে কাগজপত্রসহ যোগাযোগ করছেন।  </p> <p>তিনি পরিচালকের পদ ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন উথাপ্পা। তিনি মিডিয়ার কাছে পুরো ঘটনা যাচাই-বাছাই করে উপস্থাপনের আহ্বান জানিয়েছেন।  </p> <p>উল্লেখ্য, ৩৯ বছর বয়সী উথাপ্পা ভারতের হয়ে ৪৬টি ওয়ানডে এবং ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০২২ সালের আইপিএলে অংশ নেওয়া এই সাবেক ক্রিকেটার বর্তমানে দুবাইয়ে পরিবারসহ বসবাস করছেন।<br />  </p>