<p>রাতের বেলা মশা গান গায়—ভনভন শব্দ করে। এটা যেমন বিরক্তিকর তেমনি আতঙ্কজনক। কারণ আমরা মশাকে ভয় পাই। তাই মশার ভনভনানি ভয় ধরিয়ে দেয় মনে। কিন্তু আপনি কি জানেন, মশার এই ভন ভনানি তাদের গান বা মুখ থেকে করা কোনো শব্দ নয়, এটা তাঁদের পাখা থেকে তৈরি হওয়া শব্দ?</p> <p>তবে মশা কিন্তু শুধ উড়বার খাতিরেই ভন ভন করে না, ভনভনানি তাদের অন্য কাজেও লাগে।</p> <p>আগেই বলেছি, মশার ভনভন শব্দ তাদের ডানার দ্রুত কম্পনের কারণে তৈরি হয়। একটি মশা প্রতি সেকেন্ডে প্রায় ২৫০ থেকে ৬০০ বার ডানা ঝাপটায়। এই দ্রুত গতির ফলে বাতাসে কম্পন সৃষ্টি হয়, যা ভনভন শব্দ তৈরি করে।</p> <p>কেন মশার জন্য শব্দ গুরুত্বপূর্ণ?</p> <p>অক্সফোর্ড ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. লরা হার্লো বলেন, ‘মশার ডানার কম্পনের ফ্রিকোয়েন্সি তাদের সঙ্গী নির্বাচন এবং প্রজাতি সনাক্তকরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই শব্দ ব্যবহার করে মশা নিয়ন্ত্রণের পদ্ধতি নিয়ে গবেষণা করছি।’</p> <p>মশাদের ভনভন শব্দ পুরুষ ও স্ত্রী মশার মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম। স্ত্রী মশার ডানার কম্পনের কম্পাঙ্ক পুরুষ মশাদের আকৃষ্ট করে। স্ত্রী মশার ডানার কম্পনের গতি সাধারণত পুরুষ মশার তুলনায় ধীর। পুরুষ মশারা এই শব্দ শুনে সঙ্গীর উপস্থিতি বুঝতে পারে।</p> <p>বিভিন্ন প্রজাতির মশার ডানার কম্পনের হার ভিন্ন হয়। পুরুষ মশারা ভন ভন শব্দের ফ্রিকোয়েন্সি শুনে সঠিক প্রজাতির স্ত্রী মশাকে চিহ্নিত করতে পারে। এটা তাদের সফল প্রজননের জন্য অপরিহার্য।</p>