<p>আইনস্টাইন তখন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক একদিন তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি কোথাও হাঁটতে বেরিয়েছিলেন এবং ভুলে গিয়েছিলেন নিজের বাসার ঠিকানা।  পরে কাস্টডিয়ানের কাছে সাহায্য চান।</p> <p><br /> কাস্টডিয়ান তাকে চিনতে পেরে তার বাসায় পৌঁছে দেন।<br />  </p> <p>২.</p> <p>একদিন ট্রেনে চড়ে কোথায় যেন যাচ্ছিলেন আইনস্টাইন। এক সময় টিটি এলো টিকিট চেক করতে। কিন্তু আইনস্টাইন টিকিট খুঁজে পাচ্ছিলেন না।</p> <p><br /> ফলে আইনস্টাইনকে বিচলিত দেখাচ্ছিল। তখন টিটি বললেন, আপনাকে অত বিচলিত হওয়ার দরকার নেই স্যার, আপনাকে আমি চিনতে পেরেছি। টিকিট না দেখালেও চলবে।<br /> আইনস্টাইন বলেন, ধন্যবাদ আপনাকে।</p> <p>কিন্তু টিকিটটা খুঁজে পাওয়া জরুরি। কারণ ওতে লেখা ছিল, আমি কোথায় যাচ্ছি।<br />  </p> <p><br />  </p>