<p>চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে কয়েক দিন আগে ভারত-পাকিস্তানের ঝামেলা মিটেছে। দুই দলের চাওয়া-পাওয়া অনুযায়ী হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। তবে এখনো সূচি প্রকাশ করেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।</p> <p>হাতে অবশ্য এখনো ঢের সময় রয়েছে আইসিসির। আগামী বছরের ১৯ ফেব্রুয়ারিতে টুর্নামেন্টের পর্দা উঠবে। সে হিসেবে এখনো ২ মাসের মতো সময় রয়েছে সূচি প্রকাশের। তবে আইসিসির সূচি প্রকাশ করা নিয়ে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) মাথাব্যথা নেই। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সূচি কবে প্রকাশ করবে তার অপেক্ষায় না থেকে নিজেদের দলই ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড।</p> <p>প্রথম দল হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। তাতে চমক হিসেবে দলে ফিরেছেন জো রুট। ৫ দিন পরেই ৩৪ বছর পূর্ণ করা রুট এক বছর পর ওয়ানডে দলে ফিরেছেন। সর্বশেষ ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন তিনি। গ্রুপ পর্বেই দলের বিদায়ের টুর্নামেন্টে ৩০.৬৬ গড়ে ২৭৬ রান করেন অভিজ্ঞ ব্যাটার। ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচের পর আর ওয়ানডে দলে সুযোগ পাননি।</p> <p>বড় টুর্নামেন্টে অভিজ্ঞ খেলোয়াড়দের যে প্রয়োজন আছে সেই চিন্তা থেকেই হয়তো রুটকে রেখেছেন কয়েক মাস আগে সীমিত ওভারেরও কোচের দায়িত্ব নেওয়া ব্রেন্ডন ম্যাককালাম। আবার বলা যায় এ বছর দীর্ঘ সংস্করণে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারই পেয়েছেন রুট। টেস্ট সংস্করণে সোনায় মোড়ানো এক বছর পার করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। ৬ সেঞ্চুরিতে ৫৫.৫৭ গড়ে করেছেন ১৫৫৬ রান। যার স্বীকৃতি হিসেবে টেস্টের এক নম্বর ব্যাটার হিসেবে বছরও শেষ করছেন তিনি। এ বছরের মতো এবার ক্যারিয়ারের গোধূলিলগ্নে ওয়ানডেও রাঙানোর সুযোগ পাচ্ছেন।</p> <p>রুট ফিরলেও বেন স্টোকসকে দলে রাখেননি ম্যাককালাম। টেস্ট অধিনায়ককে না রাখা অবশ্য বাধ্য হয়েই। কেননা নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ হ্যামিল্টন টেস্টে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান স্টোকস। চোটের কারণে স্টোকস না থাকলেও পারফরম্যান্সের বিচারে অন্যদের থেকে পিছিয়ে থাকায় দলে জায়গা হয়নি স্যাম কারান, রিস টপলি, ম্যাথু পটস ও উইল জ্যাকসের মতো ক্রিকেটারদের।</p> <p>অবশ্য ১৫ সদস্যের স্কোয়াডটি শুধু চ্যাম্পিয়নস ট্রফির জন্যই ঘোষণা করেনি ইংল্যান্ডে। আইসিসির টুর্নামেন্টটি খেলতে নামার আগে ভারতের বিপক্ষে তাদের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। সেই সফরেও এই স্কোয়াডই খেলবে। সঙ্গে একই প্রতিপক্ষের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি দলও ঘোষণা করেছে ইংল্যান্ড। দুই সংস্করণেই দলকে নেতৃত্ব দেবেন যথারীতি জস বাটলার। আর এই সিরিজ দিয়েই সীমিত সংস্করণে ইংল্যান্ডের কোচ হিসেবে অধ্যায় শুরু করবেন ম্যাককালাম। টি-টোয়েন্টি দিয়ে তাদের সফর শুরু হবে আগামী ২২ জানুয়ারি।</p> <p><strong>ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড-</strong></p> <p>জস বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মেহমুদ, ফিল সল্ট, মার্ক উড।</p> <p><strong>টি-টোয়েন্টি স্কোয়াড</strong></p> <p>জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মেহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।</p>