<p>সাভারে ঠিকানা পরিবহনের বাসচাপায় সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভ পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) শিক্ষার্থীরা। এ সময় ঘাতক বাসচালক ও সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠিকানা পরিবহনের ৩০টি বাস আটক করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।</p> <p>ক্লাস ও পরীক্ষা বর্জন করে আজ রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখায় যান চলাচল বন্ধ হয়ে যায়। হঠাৎ অবরোধের কারণে তীব্র যানজটে আটকে পড়ায় দুর্ভোগের কবলে পড়েন দূরপাল্লার বাসযাত্রীরা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মেয়ে থেকে ছেলেতে রূপান্তর, শ্রাবনী বদলে নাম রাখা হলো ফারুক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734864282-1aa55138d78c0d4710d039467ed451ef.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মেয়ে থেকে ছেলেতে রূপান্তর, শ্রাবনী বদলে নাম রাখা হলো ফারুক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/22/1460140" target="_blank"> </a></div> </div> <p>এর আগে গতকাল শনিবার (২১ ডিসেম্বর) সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজার সামনে ঠিকানা পরিবহণের বাসচাপায় নিহত হন সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার। তিনি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহত প্রত্যয় সরকার (৩০) মেহেরপুর জেলার গাংনি থানার জনাতন সরকারের ছেলে। প্রত্যয় কুমার সরকারের বাবা জনাতন সরকারও সিআরপি’র ওয়ার্ড বয় হিসেবে কাজ করেন।</p> <p>আজ রবিবার সকালে সিআরপির শিক্ষার্থীরা দুর্ঘটনায় জড়িত বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে এসে প্রথমে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এক পর্যায়ে তারা মহাসড়কের উভয় লেন অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হিলিতে স্বল্পমূল্য টিসিবি পণ্য বিক্রি শুরু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734860945-c9fd6fdf6a48d3cd44e325e95e7cf0b5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হিলিতে স্বল্পমূল্য টিসিবি পণ্য বিক্রি শুরু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/22/1460125" target="_blank"> </a></div> </div> <p>বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, গতকাল শনিবার ঠিকানা পরিবহনের দ্রুতগতির একটি বাস আমাদের সিআরপি নাসিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকারকে চাপা দেয়। এতে তার মৃত্যু হয়।</p> <p>প্রত্যয় হত্যার সঙ্গে জড়িত ঘাতক বাসচালক ও সহযোগীদের বিচারের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, দ্রুত ঘাতক বাসের চালক ও সহকারীকে শাস্তির আওতায় না আনা হলে আরো কঠিনতর কর্মসূচি ঘোষণা করা হবে।</p> <p>সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, ‘অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দুর্ঘটনায় জড়িত বাসচালককে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেওয়ার পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।’</p>